‘চৌকিদার চোর হ্যায়’ মন্তব্যের জেরে সুপ্রিম কোর্টে ক্ষমা চাইলেন রাহুল
Last Updated:
#নয়াদিল্লি: ‘চৌকিদার চোর হ্যায় ৷’ নির্বাচনী প্রচার হোক কিংবা ট্যুইটার ৷ এই মন্তব্যকে হাতিয়ার করেই প্রচারে রীতিমত ঝড় তুলেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ কিন্তু সেই মন্তব্যের জেরেই বিপাকে পড়েছেন তিনি ৷
এই বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে মামলা করেন বিজেপি নেত্রী মীনাক্ষি লেখি ৷ সোমবার সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়েন রাহুল ৷ কংগ্রেস সভাপতি বিচারপতির জবাবে ক্ষমা প্রকাশ করেন ৷ একইসঙ্গে তাঁর দাবি, ‘আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ নির্বাচনী সভা করার সময় ভোটের উত্তেজনার মধ্যে বলে ফেলেছিলাম ৷ গোটা ঘটনাটির জন্য আমি অত্যন্ত দু:খিত ৷’
advertisement
রাফাল নথি প্রকাশ্যে আসার পর মামলা হয় দেশের সর্বোচ্চ আদালতে ৷ সেই সময়ই রাহুল গান্ধি দাবি করেছিলেন, ‘আদালতও মেনে নিয়েছে চৌকিদার চোর হ্যায় ৷’ সেই মন্তব্যকে হাতিয়ার করেই আদালত অবমাননার মামলা করেন মীনাক্ষি লেখি ৷
advertisement
Congress President Rahul Gandhi says "he regretted that he gave the statement" (on Rafale verdict), in his reply to the Supreme Court on contempt petition filed by Meenakshi Lekhi https://t.co/Hpjovr3srV
— ANI (@ANI) April 22, 2019
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 22, 2019 1:27 PM IST