'আমার সঙ্গে সাক্ষাতের রাজনৈতিক ফায়দা তুলেছেন আপনি', রাহুলকে চিঠি পারিকরের
Last Updated:
#নয়াদিল্লি: ট্যুইটে জানিয়েছিলেন ব্যক্তিগত কারণে গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কিন্তু রাহুল গান্ধি সংবাদমাধ্যমকে মঙ্গলবারই জানিয়েছিলেন যে মোদি সরকারের আমলে যে নয়া রাফাল চুক্তি হয়েছে তার কোনও কিছুই জানেন না পারিকর ।
This morning I visited Goa CM, Manohar Parrikar, to wish him a speedy recovery. It was a personal visit.
Later this afternoon I will address Polling Booth Committee Members from all over Kerala, in Kochi. The meeting will be LIVE on my Facebook page.https://t.co/NraAer1ksf — Rahul Gandhi (@RahulGandhi) January 29, 2019
advertisement
advertisement
রাহুল গান্ধির এই মন্তব্যের পরেই নতুন করে শুরু হয়েছে আরও এক বিতর্ক । রাহুলকে একটি চিঠিতে পারিকর স্পষ্ট জানিয়েছেন হঠাৎ করেই পারিকরকে ফোন করে তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছিলেন রাগা ও ভারতের রাজনৈতিক ঐতিহ্য অনুযায়ী দলীয় রাজনীতি নির্বিশেষে প্রত্যেকেই চান প্রত্যেকে সুস্থ থাকুক । সেই মর্মেই রাহুল আসায় রীতিমত খুশি হয়েছিলেন পারিকর ।
advertisement
যদিও চিঠির পরবর্তী অংশেই পারিকর জানিয়েছেন নানাবিধ সংবাদ প্রতিবেদন পড়ে তিনি রীতিমত হতাশ হয়েছেন । রাহুল ও পারিকরের এই সংক্ষিপ্ত সাক্ষাৎকারে রাফাল নিয়ে কোনওরকম আলোচনা হয়নি কিন্তু সংবাদমাধ্যমের কাছে এধরনের মন্তব্য করে রাহুল প্রমাণ করে দিয়েছেন যে কেবলমাত্র নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যই এই সাক্ষাতের সুযোগ নিয়েছেন তিনি।
Goa CM Manohar Parrikar writes to Congress President Rahul Gandhi, writes "I feel let down that you have used this visit for your petty political gains. In the 5 minutes you spent with me, neither did you mention anything about Rafale, now did we discuss anything related to it.' pic.twitter.com/HbUX6yiDk3 — ANI (@ANI) January 30, 2019
advertisement
রাষ্ট্রের সুরক্ষার কথা মাথায় রেখেই এই নির্দিষ্ট এয়ারক্রাফট গুলির চুক্তি করা হয়েছে । যদিও রাফাল নিয়ে পারিকরের বিবৃতি এটুকুই রয়েছে ও তারপরেই রাহুলের বিরুদ্ধে নিম্নমানের রাজনীতি করার অভিযোগ তুলেছেন গোয়ার মুখ্যমন্ত্রী ।
একদিকে তিনি একটি কঠিন অসুখের সঙ্গে লড়াই করছেন ও নিজের রাজ্যের সেবা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু রাহুলের উদ্দেশ্য প্রকাশ পাওয়ায় তিনি রীতিমত হতাশ, জানিয়েছেন পারিকর।
advertisement
রাহুল যেন সত্যি কথা প্রকাশ করেন ও পরে যেন এই ধরনের সুবিধাবাদী রাজনীতি থেকে বিরত থাকেন এই আর্জি জানিয়েই চিঠি লিখেছেন পারিকর, চিঠির শেষাংশে মন্তব্য গোয়ার মুখ্যমন্ত্রীর ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 30, 2019 6:12 PM IST