#নয়াদিল্লি: শিরোনাম পড়ে হতবাক হবেন না ৷ এটা কোনও গুঞ্জন বা গুজব নয়, বাস্তবেই এরকম মন্তব্য করেছেন আরএসএস নেতা শঙ্কর লাল ! তবে তিনি শুধুই আরএসএসের নেতা নন, মথুরা ও আগ্রার অখিল ভারতীয় গউ সেবা প্রমুখও বটে ৷
সম্প্রতি এই দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে শঙ্কর লাল জানান, ‘গোবরে এমন এক রাসায়নিক রয়েছে যা মোবাইলের ক্ষতিকারক রেডিয়েশনকে আটকে দেয় ৷ আর শরীরের ক্ষতি করে না ৷’
শঙ্কর লাল সাক্ষাৎকারে জানান, ‘শুধু গোবর নয়, গো-মূত্রও শরীরের পক্ষে ভালো ৷ আমিও সপ্তাহে একবার আমার মোবাইলের পিছনে গোবর লাগাই ৷ এতে আমার শরীর ভালোই আছে ৷’
তবে শুধু মোবাইল সম্পর্কেই এই উক্তি করেননি ৷ শঙ্কর লাল জানিয়েছেন, ‘সুস্থ বাচ্চা প্রসবের জন্য গো-মূত্র ও গোবর খেলে সুস্থ বাচ্চা জন্ম দিতে পারবে মহিলারা !’