'হোয়াটসঅ্যাপ জানিয়েছে প্রিয়াঙ্কার ফোনেও নজরদারি হয়েছে,' বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের

Last Updated:

রবিবার একটি সাংবাদিক বৈঠকে সুরজেওয়ালা অভিযোগ করেন, গত মে মাসে পেগাসাসের সাহায্যে হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে বলে নোটিস দিয়েছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ৷

#নয়াদিল্লি: কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরার ফোনও হ্যাক করা হয়েছিল ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাসের মাধ্যমে৷ বিস্ফোরণ অভিযোগ করল কংগ্রেস৷ কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার দাবি, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষই জানিয়েছে, প্রিয়াঙ্কা গান্ধির ফোন হ্যাক করে নজরদারি চালানো হয়েছিল৷
advertisement
advertisement
রবিবার একটি সাংবাদিক বৈঠকে সুরজেওয়ালা অভিযোগ করেন, গত মে মাসে পেগাসাসের সাহায্যে হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে বলে নোটিস দিয়েছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ৷ সেই সময়ই প্রিয়াঙ্কা গান্ধি বঢরার ফোনও হ্যাক করা হয়েছিল বলে জানিয়েছে সংস্থা৷
ভারত-সহ ২০টি দেশের উচ্চপদস্থ আধিকারিক ও সেনা কর্তার হোয়াটসঅ্যাপ হ্যাক করে নজরদারি চালানোর রিপোর্ট প্রকাশ্যে আসে গত বৃহস্পতিবার৷ গত মে মাসে দু সপ্তাহ ধরে ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস বিশ্বের ১৪০০ গুরুত্বপূর্ণ ব্যাক্তিত্বের হোয়াটসঅ্যাপ হ্যাক করে৷ এর মধ্যে ১৭ জনের হোয়াটসঅ্যাপ নজরদারি হয়েছে, এটা নিশ্চিত করেছে হোয়াটসঅ্যাপ৷ তাঁরা বেশির ভাগই আইনজীবী, মানবাধিকার কর্মী, সাংবাদিক৷
advertisement
কংগ্রেসের অভিযোগ, বিরোধীদের ফোনে স্নুপিং সফটওয়্যার দিয়ে আড়ি পাতছে বিজেপি৷ কংগ্রেস সভানেত্রীর সুর আরও চড়া। মোদি সরকার ইজরায়েলের পেগাসাসকে কিনে নিয়ে ফোন ও হোয়াটস অ্যাপে আড়ি পাতছে। রাজনীতিক, সমাজকর্মী ও সাংবাদিকদের ব্যক্তিগত তথ্য চুরি হচ্ছে। নজরদারি চলছে। এটা শুধু বেআইনি ও অসাংবিধানিকই নয়, এটা চরম লজ্জাজনক এক দৃষ্টান্ত।
আরও ভিডিও: আমার ফোনেও নজরদারি চালাচ্ছে কেন্দ্র, তদন্তের দাবি মমতার
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'হোয়াটসঅ্যাপ জানিয়েছে প্রিয়াঙ্কার ফোনেও নজরদারি হয়েছে,' বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement