প্রজাতন্ত্র দিবসের ভাষণে নাম না করে করণি সেনার সমালোচনায় রাষ্ট্রপতি
Last Updated:
৬৯তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে নাম না করে পদ্মাবত নিয়ে করণি সেনার সমালোচনা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
#নয়াদিল্লি: কারোর নিজস্ব ভাবনা বা ঐতিহাসিক কোনও ঘটনা নিয়ে মতভেদ থাকতেই পারে। কিন্তু তা নিয়ে বিদ্রুপ বা উপহাস ঠিক নয়। এটাই সৌভ্রাতৃত্ব। ৬৯তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে নাম না করে পদ্মাবত নিয়ে করণি সেনার সমালোচনা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
রাষ্ট্রপতি হিসেবে গণতন্ত্র দিবস উপলক্ষে রামনাথ কোবিন্দের এটাই প্রথম ভাষণ। রাষ্ট্রপতি এদিন আরও বলেন, একজন ব্যক্তি বা সমাজের স্বার্থ ত্যাগই একটি নিঃস্বার্থ দেশ গড়তে পারে। স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘‘দেশের অখণ্ডতা রক্ষায় যারা জীবন দিচ্ছেন তাঁদের শ্রদ্ধা ৷ সাধারণ মানুষই প্রজাতন্ত্রের স্তম্ভ ৷ ’’
Full text of the address of the President of India, Shri Ram Nath Kovind, on the eve of the 69th Republic Day English: https://t.co/GX4ggU6arb Hindi: https://t.co/J4JTAfyEWZ
— President of India (@rashtrapatibhvn) January 25, 2018
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 25, 2018 8:53 PM IST