President Ram Nath Kovind: জন্মভূমির মাটি ছুঁয়ে প্রণাম, নিজের গ্রামে পৌঁছে নস্ট্যালজিক রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ (President Ram Nath Kovind) দেশের প্রথম নাগরিক হওয়ার পর থেকে নিজের গ্রামের বাড়িতে আর পা রাখেননি।
#কানপুর: রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ (President Ram Nath Kovind) দেশের প্রথম নাগরিক হওয়ার পর থেকে নিজের গ্রামের বাড়িতে আর পা রাখেননি। রাইসিনা হিলসের কড়া নিরাপত্তায় দিন কাটে তাঁর। তবে রবিবার উত্তরপ্রদেশের কানপুরে নিজের গ্রাম পরাউঙ্খে পা রেখে একেবারে নস্ট্যালজিক হয়ে পড়লেন তিনি। বিমান থেকে নেমেই জন্মভিটের মাটি মাথায় ছুঁইয়ে প্রণাম করেন তিনি। কানপুরের দেহাতের এই গ্রামে আসার সময় তাঁকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাজ্যপাল আনন্দীবেন পটেল।
In a rare emotional gesture, after landing at the helipad near his village, Paraunkh of Kanpur Dehat district of Uttar Pradesh, President Ram Nath Kovind bowed and touched the soil to pay obeisance to the land of his birth. pic.twitter.com/zx6OhUchSu
— President of India (@rashtrapatibhvn) June 27, 2021
advertisement
advertisement
নিজের স্ত্রী সবিতা দেবী কোবিন্দকে নিয়ে ট্রেনে কানপুরে পৌঁছেছিলেন রাষ্ট্রপতি। ২০০৬ সালে এপিজে আব্দুল কালাম শেষ রাষ্ট্রপতি ছিলেন যিনি ট্রেনে সফর করেছিলেন। এদিন রাষ্ট্রপতি কোবিন্দের ট্যুইটারে ছবি শেয়ার করা হয়েছে এবং জন্মভূমিকে প্রণাম করে রাম নাথ কোবিন্দের আবেগঘন হয়ে পড়ার কথা উল্লেখ করা হয়েছে। জন্মস্থানে এসে আবেগতাড়িত হয়ে পড়েছেন রাষ্ট্রপতি। তিনি জানিয়েছেন, তাঁর মতো 'সাধারণ ছেলে' যে একদিন দেশের সর্বোচ্চ পদে আসীন হবেন, তা কখনও স্বপ্নেও ভাবতে পারেননি। সেজন্য গ্রামবাসীদেরও ধন্যবাদ জানান তিনি।
advertisement
Some moments of President Kovind visiting his native village Paraunkh in Kanpur Dehat. The President paid tributes to Babasaheb Dr B.R. Ambedkar, visited Milan Kendra & Veerangana Jhalkari Bai Inter College and addressed a Jan Sambodhan Samorah. pic.twitter.com/FQkuh7Aqy7
— President of India (@rashtrapatibhvn) June 27, 2021
advertisement
তিন দিনের সফরে কানপুরে এসেছেন রাষ্ট্রপতি। রবিবার কানপুর দেহাত জেলায় নিজের গ্রাম পরাউঙ্খে যান। সেখানে নিজের পূর্বপরিচিত লোকজন, পুরনো বন্ধুদের সঙ্গে কথা বলেন। স্বাধীনতা সংগ্রামী এবং সংবিধান প্রণেতারও শ্রদ্ধাজ্ঞাপন করেন। তাঁরা যেভাবে উৎসর্গ করেছেন, তার জন্য সম্মান জানান। 'জন অভিনন্দন সমারোহ'-এ ভাষণের সময় আবেগতাড়িত হয়ে পড়েন। বলেন, 'স্বপ্নেও কখনও ভাবিনি যে আমার মতো গ্রামের এক সাধারণ ছেলে দেশের সর্বোচ্চ পদে দায়িত্ব পালনের সুযোগ পাবে। কিন্তু আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা সেটা সম্ভবপর করে তুলেছে।'
advertisement
রাষ্ট্রপতি আরও বলেছেন, 'আমার পরিবারের সংস্কার অনুযায়ী, গ্রামের প্রবীণতম মহিলাকে মা এবং প্রবীণতম পুরুষকে বাবার মর্যাদা দেওয়া হয়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে। আমি খুশি যে বড়দের সম্মানের সেই ঐতিহ্য এখনও আমার পরিবার বহন করে চলেছে।' তিনি জানিয়েছেন, গ্রামের মাটির সোঁদা গন্ধ এবং স্থানীয়দের স্মৃতি বরাবর তাঁর মনে রয়েছে। 'এটা আমার গ্রাম শুধু নয়, আমার মাতৃভূমি, যেখান থেকে আমি দেশের সেবা করার অনুপ্রেরণা পেয়েছি।'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 27, 2021 7:32 PM IST