অতিরিক্ত মাত্রায় ধূমপানের চেয়েও ফুসফুসের বেশি ক্ষতি করছে করোনাভাইরাস, এক্স-রে রিপোর্ট স্বস্তি দেবে না

Last Updated:

অতিরিক্ত মাত্রায় ধূমপানেও ফুসফুস ততটা ক্ষতিগ্রস্ত হয় না, যতটা সে হচ্ছে করোনাভাইরাসের সংক্রমণে

#নয়াদিল্লি: করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ দুশ্চিন্তার কারণ তো বটেই! কিন্তু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও সমস্যার সমাধান হচ্ছে না। ইতিমধ্যেই বিশ্বের নানা প্রান্তে চিকিৎসকেরা কোভিডোত্তর নানা উপসর্গ নিয়ে কাজ করা শুরু করে দিয়েছেন। এর আগে প্রকাশিত একাধিক তথ্য কোভিড ১৯ থেকে সেরে ওঠার পর ডিপ ভেইন থ্রম্বোসিস, মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাওয়া, কানে তালা ধরার মতো নানা সমস্যার দিকে ইঙ্গিত দিয়েছে। সেই সব পেরিয়ে এসে সম্প্রতি ইউনাইটেড স্টেটসের টেক্সাস টেক ইউনিভর্সিটি হেল্থ সায়েন্সেস সেন্টারের চিকিৎসক ডক্টর ব্রিটানি ব্যাঙ্কহেড কেন্ডাল এক ভয়াবহ তথ্য তুলে ধরেছেন বিশ্বদরবারে। তিনি জানিয়েছেন যে অতিরিক্ত মাত্রায় ধূমপানেও ফুসফুস ততটা ক্ষতিগ্রস্ত হয় না, যতটা সে হচ্ছে করোনাভাইরাসের সংক্রমণে।
ডক্টর কেন্ডাল করোনা সংক্রমণের শুরু থেকেই কাজ করে চলেছেন আক্রান্তদের রোগীদের নিয়ে। দীর্ঘ সময় ধরে যা পর্যবেক্ষণ করেছেন, সেটারই একটা নমুনা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। সেই ট্যুইটার (Twitter) পোস্টে দেখা যাচ্ছে ফুসফুসের তিনটি এক্স-রে প্লেট। একটি সম্পূর্ণ ভাবে সুস্থ ব্যক্তির ফুসফুসের ছবি, দ্বিতীয়টি জনৈক ধূমপায়ীর আর তৃতীয়টি কোভিড ১৯-এ আক্রান্ত রোগীর। কেন্ডাল একে একে এই তিন ছবির সূত্রে ব্যাখ্যা করেছেন বিষয়টির ভয়াবহতা। বলছেন, প্রথম ছবিতে অনেক বেশি পরিমাণে কালো জায়গা দেখা যাচ্ছে ফুসফুসে। তার মানে এই ফুসফুস সুস্থ, অনেক বেশি পরিমাণ বাতাস সে ভিতরে টেনে নিতে পারছে।
advertisement
advertisement
advertisement
এর ঠিক পরেই ডক্টর কেন্ডাল ধূমপায়ীর ফুসফুস কেমন হয়ে থাকে, তা আমাদের সামনে তুলে ধরেছেন। এই ফুসফুসের ছবিটি তত স্পষ্ট নয়, অনেকগুলো সাদা দাগে ভরা। অর্থাৎ ধূমপানের নেতিবাচক প্রভাবে ফুসফুস ফুলতে শুরু করেছে এবং তার প্রাচীর ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই তুলনায় কোভিড ১৯-এ আক্রান্ত ব্যক্তির ফুসফুসের ছবি রীতিমতো ভয় পাইয়ে দেয়। এই ছবিটি পুরোটাই সাদা, কিছুই বোঝার উপায় নেই! স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভাইরাসের সংক্রমণে কী পরিমাণ দুর্বল হয়ে পড়েছে শ্বাসযন্ত্র!
advertisement
আতঙ্কের ব্যাপার এই যে করোনা থেকে সেরে উঠলেও ফুসফুসের স্বাস্থ্য ভালো হচ্ছে না রোগীদের, জানিয়েছেন ডক্টর কেন্ডাল। যাঁরা উপসর্গহীন, তাঁদেরও ফুসফুসও একই রকম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছেন তিনি। এই সূত্রে তাঁর বক্তব্য- করোনা বিদায় নিলেও পৃথিবীকে শ্বাসকষ্টের সমস্যার সম্মুখীন হতে হবে!
বাংলা খবর/ খবর/দেশ/
অতিরিক্ত মাত্রায় ধূমপানের চেয়েও ফুসফুসের বেশি ক্ষতি করছে করোনাভাইরাস, এক্স-রে রিপোর্ট স্বস্তি দেবে না
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement