আজ চিনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

Last Updated:

মঙ্গলবার চিনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদি ৷

#বেজি: ডোকলাম নিয়ে আপাতত সমস্যা মিটেছে। তবে সীমান্ত ইস্যুতে নয়াদিল্লি ও বেজিঙের মধ্যে রয়েছে চাপা উত্তেজনা। সীমান্তে স্থায়ী সমাধানের লক্ষ্যে ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে ভারত। এই আবহে বেজিং গিয়েছেন প্রধানমন্ত্রী। উপলক্ষ ব্রিকস সম্মলনে যোগ দেওয়া হলেও, লক্ষ্য প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা। আর এই লক্ষ্যেই সামিটের ফাঁকে চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদি।
মঙ্গলবার চিনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদি ৷ দু্'দেশের রাষ্ট্রনেতাদের এই শীর্ষ বৈঠকেই নজর রয়েছে কূটনৈতিক মহলের।
গত ৭৩ দিন ডোকালমে সেনা মোতায়ানকে ঘিরে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছিল ৷ সেই পরিস্থিতি কেটে যাওয়ার পর এই প্রথম দুই রাষ্ট্রপ্রধান দ্বিপাক্ষিক বৈঠক করতে চলেছেন ৷
advertisement
ডোকলাম নিয়ে সাফল্যের হাসি এখনও মিলোয়নি সাউথ ব্লকের। তার মধ্যেই ভারতীয় কূটনীতির মুকুটে দ্বিতীয় পালক। চিনের জিয়ামেনে নবম ব্রিকস সম্মেলন থেকে ঐতিহাসিক ঘোষণা। পাকিস্তান-সহ বিশ্বের বিভিন্ন অংশে সন্ত্রাসবাদের বাড়বাড়ন্তে ব্রিকসের ভূমিকা কী হবে তা নিয়ে ঘোষণাপত্রে সই করল পাঁচটি সদস্য দেশ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আজ চিনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement