কূটনীতিতে বদল বেজিংয়ের, নেহেরুর নীতিতে সীমান্তে শান্তি পূর্ব শর্তে সম্মতি জিনপিং-মোদির

Last Updated:

সীমান্ত বিবাদ এড়াতে হবে যে কোনও মূল্যে। ব্রিকস সম্মেলনের ফাঁকে বহুচর্চিত ভারত-চিন বৈঠকের নির্যাস এটাই।

#বেজিং: সীমান্ত বিবাদ এড়াতে হবে যে কোনও মূল্যে। ব্রিকস সম্মেলনের ফাঁকে বহুচর্চিত ভারত-চিন বৈঠকের নির্যাস এটাই। দু’দেশের সীমান্তে শান্তি আর স্থিতাবস্থা বহাল রাখাই যে দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত এবং ভিত্তি, এক ঘণ্টার বৈঠকে সে সম্পর্কে একসুর নরেন্দ্র মোদি আর শি জিনপিং। ডোকলাম পর্বের পুনরাবৃত্তি হবে না বলেই প্রতিশ্রুতি দুই রাষ্ট্রপ্রধানের। তাৎপর্যপূর্ণ ভাবে, চিনা প্রেসিডেন্ট জোর দিয়েছেন জওহরলাল নেহরুর সময়ের পঞ্চশীল নীতির উপরেই।
ভারত-চিন সম্পর্কের বন্ধ দরজা খুলে দিল ডোকলাম। সীমান্ত বিতর্কের জের গড়াল জিয়ামেনেও। ব্রিকসের আলোচনার ফাঁকেই মোদি ও জিংপিঙের আলাদা বৈঠকে উঠে এল সীমান্ত শান্তির কথা। সীমান্ত শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখাই দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ব শর্ত। নীতিগতভাবে এবিষয়ে একমত দু'দেশই।
ডোকলামের পুনরাবৃত্তি যে হবে না তাতে সম্মতি দিয়েছে চিন। তাৎপর্যপূর্ণ ভাবে চিনা প্রেসিডেন্ট স্মরণ করিয়ে দিয়েছেন জওহরলাল নেহরুর সময়ের পঞ্চশীল নীতির কথা। পরস্পরের অখণ্ডতা আর সার্বভৌমত্ব শ্রদ্ধা করা যে নীতির মূলমন্ত্র।
advertisement
advertisement
শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা
- শান্তিপূর্ণ সহাবস্থান ও সংঘাত এড়ানোর উপরে জোর
- পরস্পরের আঞ্চলিক সংহতি ও সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার বার্তা
-'বিশ্ব অর্থনীতির চালিকাশক্তি ভারত আর চিন'
-'অর্থনৈতিক কারণেই দু'দেশের সংঘাত এড়ানো বাঞ্চনীয়'
-'ভারত আর চিন পরস্পরের প্রতিস্পর্ধ্বী নয়'
--বৈঠকে মন্তব্য চিনা প্রেসিডেন্টের
জিংপিঙের বার্তায় সাড়া দিয়েছেন মোদি। কিন্তু, চলতি বছরের জুন মাসে, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকেও এতটা নরম মনোভাব দেখায়নি চিন। আচমকা কূটনীতিতে এত বড় ভোলবদল কেন?
advertisement
চিনের অবস্থান বদল
- ডোকলাম নিয়ে চিনের চোখে চোখ রেখে বার্তা ভারতের
- ভারতের সংযম আমেরিকা-সহ একাধিক দেশের প্রশংসিত
- তাতে বেশ কিছুটা চাপে চিন
- উত্তর কোরিয়ার বারবার অস্ত্র পরীক্ষায় আন্তর্জাতিক চাপে 'বন্ধু' চিন
- আন্তর্জাতিকক্ষেত্রে স্থিতাবস্থা নষ্ট করার অভিযোগ উঠেছে বেজিংয়ের বিরুদ্ধে
ভারত ডোকলামের ফসল ঘরে তুললেও, আলোচনায় ব্রাত্য থেকে গিয়েছে চিনা-পাক ইকনমিক করিডোর। কথা হয়নি ওয়ান বেল্ট, ওয়ান রোড নিয়েও। ফলে, ডোকলাম, প্যাংগঙের তিক্ততা মুছলেও, উদ্বেগ জিইয়ে থাকলই।
বাংলা খবর/ খবর/দেশ/
কূটনীতিতে বদল বেজিংয়ের, নেহেরুর নীতিতে সীমান্তে শান্তি পূর্ব শর্তে সম্মতি জিনপিং-মোদির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement