‘দেশ সুরক্ষিত হাতেই রয়েছে’, এয়ারস্ট্রাইকের পর মন্তব্য মোদির
Last Updated:
#চুরু: ভারতীয় বায়ু সেনার স্ট্রাইকের পর রাজস্থানের চুরু থেকে প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।‘আজ দেশের ঐতিহাসিক দিন’। রাজস্থানের চুরুতে জনসভা থেকে রীতিমতো হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চুরুর সভা থেকে এককথায় দেশবাসীকে বার্তা দিতে মোদি বলেন, ‘দেশের মাথা নত হতে দেব না। এটাই দেশবাসীর কাছে আমার প্রতীজ্ঞা। শহিদদের বলিদান বৃথা যায়নি।’
তিনি আরও বলেন, ‘‘আমি আপনাদের আশ্বস্ত করে বলছি দেশ সুরক্ষিত হাতে আছে। আমি কথা দিচ্ছি দেশের গর্ব নষ্ট হতে দেব না।’’
सौगंध मुझे इस मिट्टी की, मैं देश नहीं झुकने दूंगा... pic.twitter.com/XJkxa1HLQR
— Narendra Modi (@narendramodi) February 26, 2019
advertisement
পুলওয়ামায় জঙ্গি হানার দু'সপ্তাহের মধ্যে প্রতিশোধ নেয় ভারত। সীমান্ত পেরিয়ে হাজার কিলো বোমা ফেলে বহু জঙ্গিকে নিকেশ করা হয়েছে। সেনা জানিয়েছে রাত সাড়ে তিনটে নাগাদ এই হামলা চলেছে। সীমান্ত পার করে কোনও অপারেশন চালাল বায়ু সেনা।
advertisement
PM Narendra Modi in Churu,Rajasthan: Today I assure the countrymen, the country is in safe hands. pic.twitter.com/UDl5z4e91G — ANI (@ANI) February 26, 2019
বায়ুসেনার সেই সাফল্যের কথা স্মরণ করে মোদি বলেছেন, ‘‘দেশকে থেমে থাকতে দেব না। দেশ যে আজ সুরক্ষিত রয়েছে তার বড় প্রমাণ এই প্রত্যাঘাত। প্রত্যেক ভারতবাসীর জয় হবেই।’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 26, 2019 3:55 PM IST