ভারতীয় সেনার সঙ্গে বর্ডারে দীপাবলি পালন করবেন মোদি

Last Updated:

গত বছরের মতো এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীপাবলি কাটবে ভারতীয় সেনার সঙ্গে ৷

#নয়াদিল্লি: গত বছরের মতো এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীপাবলি কাটবে ভারতীয় সেনার সঙ্গে ৷ গত বছর উত্তরাখন্ডে চিন-ভারত সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় ভারতীয় সেনাদের কাছে পৌঁছে গিয়েছিলেন মোদি ৷ এবারটিও এরকমই করতে চলেছেন প্রধানমন্ত্রী ৷ তবে উত্তরাখন্ডে নয়, দেশের অন্য কোনও সীমান্তে থাকা ভারতীয় জওয়ানদের সঙ্গে মোদি এবার দীপাবলি পালন করবেন বলে জানা গিয়েছে ৷ ঠিক কোন সীমান্তে পৌঁছেবেন, তা সুরক্ষার কারণে গোপন রাখা হয়েছে ৷
২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রত্যেক দীপাবলিতে জওয়ানদের কাছে পৌঁছে যান মোদি ৷ ২০১৪ সালে সিয়া-চিন, তার পরের বছর অর্থাৎ ২০১৫ সালে পঞ্জাব সীমান্তে থাকা ভারতীয় জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করতে দেখা গিয়েছিল মোদিকে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ভারতীয় সেনার সঙ্গে বর্ডারে দীপাবলি পালন করবেন মোদি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement