PM Narendra Modi: 'আমি কথা দিচ্ছি...', পহেলগাঁওতে মানবতার উপর আঘাত, পাকিস্তানকে ৬ তারিখ রাত মনে করালেন মোদি
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
কাশ্মীরে মোট ৪৬ হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন মোদি।
জম্মু-কাশ্মীর: পহেলগাঁওয় হামলার প্রায় দেড় মাস অতিক্রান্ত। ২৬ জনের পর্যটকে মৃত্যুর পরে অপারেশন সিঁদুর- এর মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাক জঙ্গি ঘাঁটি। সেই সংঘাতের পরে আজ প্রথমবার কাশ্মীর সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জম্মু-কাশ্মীরের চেনাব নদীর উপরে নির্মিত বিশ্বের সর্বোচ্চ রেল সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদি বলেন, ‘‘ আজকের কার্যক্রম ভারতের একতা এবং ভারতের ইচ্ছাশক্তির বিরাট উৎসব। মাতা বৈষ্ণদেবীর আশীর্বাদে আজ কাশ্মীরের উপত্যাকা দেশের বাকি অংশের সঙ্গে জুড়ল। ৪৬ হাজার কোটির প্রকল্প জম্মু এবং কাশ্মীরের উন্নয়নকে নতুন গতি দেবে। জম্মু-কাশ্মীরের অনেক প্রজন্ম এই রেল যোগাযোগের স্বপ্ন দেখতে দেখতে প্রাণ হারিয়ে ফেলেছেন। গতকাল জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীরও বয়ান শুনেছি। যত ভাল কাজ আমাদের জন্যই বাকি থাকে। দুর্ভাগ্য আমাদের পড়শি দেশ মানবতাবিরোধী এবং পর্যটনবিরোধী।”
advertisement
advertisement
আইফেল টাওয়ারের সঙ্গে চেনাব সেতুর তুলনা টেনে মোদি বলেন, ‘‘আইফেল টাওয়ার দেখতে লোকে প্যারিস যায়। কাশ্মীরি পণ্য এ বার থেকে আরও কম সময়ে এবং সহজে পৌঁছে যাবে দেশের অন্য প্রান্তে।’’
আরও পড়ুনঃ Bengaluru Stampede News: চিন্নাস্বামীর ঘটনায় গ্রেফতার আরসিবি কর্তা সহ ৩ জন, চাপে আইপিএল চ্যাম্পিয়নরা
advertisement
সেতু উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী কাতরায় ৪৬,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পও ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে শ্রীমাতা বৈষ্ণো দেবী ইনস্টিটিউট অফ মেডিক্যাল এক্সেলেন্স-এর শিলান্যাস এবং উদমপুর-শ্রীনগর-বারামুলা রেল লিঙ্ক (USBRL) প্রকল্পের অংশ উদ্বোধন। চেনাব সেতুটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫৯ মিটার উঁচুতে অবস্থিত, যা আইফেল টাওয়ার থেকেও উঁচু। ১৩১৫ মিটার দীর্ঘ এই স্টিল আর্চ সেতুটি ভূমিকম্প এবং তীব্র বাতাস প্রতিরোধ করতে সক্ষমভাবে নির্মিত হয়েছে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 06, 2025 2:38 PM IST

