PM Modi: গুজরাত পৌঁছলেন প্রধানমন্ত্রী! তিন দিনের সফরে ঘুরে দেখবেন বেশ কিছু স্থান, জানুন

Last Updated:

PM Modi:সফরের প্রথম দিন ‘বনতারা’ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় দিনে গির সাফারি পার্কে সাফারিতে অংশ নেবেন! জানুন

৩ দিনের গুজরাত সফরে মোদি
৩ দিনের গুজরাত সফরে মোদি
জামনগর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার গুজরাতে তিন দিনের সফরে পৌঁছলেন। গুজরাতের বাসিন্দা এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী মোদি সন্ধ্যায় জামনগর বিমানবন্দরে পৌঁছান। এরপর তিনি ডিজজাম সর্কেল থেকে পাইলট বাংগালোর পর্যন্ত একটি রোড শো করেন।প্রধানমন্ত্রী রাস্তায় দুপাশে জড়ো হওয়া জনগণের দিকে হাত নেড়ে স্বাগত জানান। জামনগর বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানান একাধিক বিশিষ্ট ব্যক্তি!
তাদের মধ্যে গুজরাটের মন্ত্রী রাঘবজি ভাই প্যাটেল, মুলুভাই বেরা, এমপি পুনমবেন মাদাম, মেয়রবিন গারসার, জামনগর মেয়র বিনোদভাই খিমসুরিয়া, বিধায়ক মেঘজি ভাই চাভড়া, রিভাবা জাদেজা, দিব্যেশভাই আকবাড়ি, গুজরাটের মুখ্য সচিব পানকজ জোশি, গুজরাট পুলিশের মহাপরিচালক বিকাশ সাহে, গ্রুপ ক্যাপ্টেন সওরভ পারিজাত-সহ বহু মানুষ উপস্থিত ছিলেন।
advertisement
advertisement
প্রধানমন্ত্রী এখানে সার্কিট হাউসে রাত কাটাবেন এবং রবিবার সকালে জামনগরের ‘বনতারা”- একটি আধুনিক প্রাণী উদ্ধার কেন্দ্র – পরিদর্শন করবেন। সূত্র অনুযায়ী, বানতারা থেকে প্রধানমন্ত্রী সোমনাথ যাওয়ার পরিকল্পনা করেছেন। প্রধানমন্ত্রী জুনাগড়ে জাতীয় বন্যপ্রাণী বোর্ডের একটি বৈঠকে অংশ নেবেন। তিনি সোমনাথ মন্দির পরিচালনাকারী সোমনাথ ট্রাস্টের একটি বৈঠকও সভাপতিত্ব করবেন!
সফরের প্রথম দিন ‘বনতারা’ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় দিনে গির সাফারি পার্কে সাফারিতে অংশ নেবেন এবং জাতীয় বন্যপ্রাণী বোর্ডের বৈঠকে সভাপতিত্ব করবেন। আর সফরের শেষ দিনে সোমনাথ মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে তাঁর।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
PM Modi: গুজরাত পৌঁছলেন প্রধানমন্ত্রী! তিন দিনের সফরে ঘুরে দেখবেন বেশ কিছু স্থান, জানুন
Next Article
advertisement
Bihar Assembly Elections Update: 'আরও কোণঠাসা নীতীশ, চিরাগেই বাজি ধরল বিজেপি!' বিহার ভোটে এনডিএ জোটে কার ভাগে কত আসন?
'আরও কোণঠাসা নীতীশ, চিরাগেই বাজি ধরল বিজেপি!' বিহার ভোটে এনডিএ জোটে কার ভাগে কত আসন?
  • বিহার নির্বাচনের জন্য এনডিএ-এর আসন রফা চূড়ান্ত৷

  • নীতীশ কুমারের জেডিইউ-কে বাড়তি আসন ছাড়ল না বিজেপি৷

  • গুরুত্ব চিরাগ পাসওয়ানকে৷

VIEW MORE
advertisement
advertisement