Plane Accident: ভয়াবহ দুর্ঘটনা! প্রশিক্ষণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ল বিমান, ঘটনায় মৃত ১

Last Updated:

Plane Accident: গুজরাটের আমরেলিতে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে পাইলটের মৃত্যু হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে...

ভয়াবহ দুর্ঘটনা! প্রশিক্ষণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ল বিমান, ঘটনায় মৃত ১ News18
ভয়াবহ দুর্ঘটনা! প্রশিক্ষণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ল বিমান, ঘটনায় মৃত ১ News18
আমরেলি: গুজরাটের আমরেলি জেলার গিরিয়া রোডে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে একটি ব্যক্তিগত বিমান ভয়াবহভাবে আছড়ে পড়ে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এটি একটি পাইলট প্রশিক্ষণ কেন্দ্রের অন্তর্ভুক্ত বিমান ছিল। দুর্ঘটনার সময় বিমানে থাকা পাইলটের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে এই দুর্ঘটনায় আর কারও মৃত্যু হয়নি।
দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিমানটি প্রশিক্ষণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। এটি যে প্রশিক্ষণ কেন্দ্রের ছিল, সেটি বেসরকারি একটি সংস্থার বলে জানা গেছে।
advertisement
advertisement
উল্লেখযোগ্যভাবে, এর আগেও ১ এপ্রিল মেহসানার উচ্ছরপি গ্রামে একটি ছোট প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছিল। সেদিনও একটি বেসরকারি সংস্থার বিমান প্রশিক্ষণের সময় খেতে ভেঙে পড়ে। ফলে গুজরাটে পরপর দুই প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে।
পুলিশ সূত্র জানিয়েছে, এই ঘটনার পেছনে প্রযুক্তিগত ত্রুটি, চালকের ভুল নাকি আবহাওয়া—কোনটি দায়ী, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার স্থান ঘিরে রাখা হয়েছে এবং ফরেনসিক টিমও তদন্তে নেমেছে।
advertisement
প্রশিক্ষণ বিমানগুলোর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশাসন ও বিমান কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একাধিক দুর্ঘটনা সামনে আসায় সাধারণ মানুষও বিমানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
আহতদের কোনও খোঁজ পাওয়া যায়নি, কারণ বিমানটিতে শুধুমাত্র পাইলটই ছিলেন। তার পরিচয় ও পরিবারকে জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এই ঘটনায় নতুন করে বিমান প্রশিক্ষণের নিয়ম ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার দাবি উঠেছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Plane Accident: ভয়াবহ দুর্ঘটনা! প্রশিক্ষণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ল বিমান, ঘটনায় মৃত ১
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement