মসজিদ শব্দদূষণ ছড়ায়, আইসিএসই-র টেক্সটবুক ঘিরে বিতর্ক

Last Updated:

কিছু মাস আগে জনপ্রিয় গায়ক সোনু নিগম ট্যুইটারে জানিয়ে ছিলেন, ‘রোজ সকালের আজান, তাঁর ঘুম ভাঙিয়ে দেয় !

#নয়াদিল্লি: কিছু মাস আগে জনপ্রিয় গায়ক সোনু নিগম ট্যুইটারে জানিয়ে ছিলেন, ‘রোজ সকালের আজান, তাঁর ঘুম ভাঙিয়ে দেয় ! এ যেন জোর করে তৈরি করা ধর্মীয় চিন্তাভাবনা!’ সোনু-র মন্তব্যের পর তুমুল বিতর্ক তৈরি হয়েছিল গোটা দেশ জুড়ে !
ফের সেই রকমই এক বিতর্ক তৈরি করল আইসিএসই বোর্ডের ষষ্ঠ শ্রেণীর টেক্সবুক ৷ আইসিএসই বোর্ডের ষষ্ঠ শ্রেণির স্কুলপাঠ্যে মসজিদকে শব্দ দূষণের উৎস বলে একটি ছবিতে দেখানো হয়েছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়া সমালোচনায় তোলপাড় হওয়ার পর প্রকাশক ক্ষমা চেয়ে ওই বইটির পরের সংস্করণ থেকে সেই ছবিটিকে বাদ দেওয়ার অঙ্গীকার করেছেন।
আইসিএসই বার্ডের ষষ্ঠ শ্রেণীর সেলিনা পাবলিশার্সের ছাপা টেক্সটবুকে শব্দ দূষণের উৎসের পরিচয় দিতে একটি চ্যাপ্টার রাখা হয়েছে ৷ যেখানে ছবি দিয়ে দেখানো হয়েছে, মসজিদের আওয়াজই শব্দ দূষণের উৎস ৷ এই বইয়ের ছবি সোশ্যাল নেটওয়ার্কে আসতেই তুমুল বিতর্ক উঠেছে গোটা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
মসজিদ শব্দদূষণ ছড়ায়, আইসিএসই-র টেক্সটবুক ঘিরে বিতর্ক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement