এবার ট্রেনেও বেশি মালপত্র নিয়ে উঠলে দিতে হবে ৬ গুণ জরিমানা !

Last Updated:

শুধু বিমান নয় এবার ট্রেনেও বেশি মালপত্র নিয়ে গেলে দিতে হবে জরিমানা ৷ অতিরিক্ত মালপত্র ট্রেনে নিয়ে যাওয়া নিয়ে রেল কর্তৃপক্ষের কাছে একাধিক জমা পড়েছে ৷

#নয়াদিল্লি: শুধু বিমান নয় এবার ট্রেনেও বেশি মালপত্র নিয়ে গেলে দিতে হবে জরিমানা ৷ অতিরিক্ত মালপত্র ট্রেনে নিয়ে যাওয়া নিয়ে রেল কর্তৃপক্ষের কাছে একাধিক জমা পড়েছে ৷ সম্প্রতি রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বেশি মালপত্র নিয়ে যাওয়ার জন্য বিপুল জরিমানা দিতে হবে যাত্রীদের ৷
এর জেরে তিন দশক পুরনো মালপত্র সংক্রান্ত নিয়মকে কার্যকর করা হতে চলেছে ৷ অথার্ৎ অনুমোদিত ওজনের বেশি মালপত্র যদি কেউ ট্রেনে নিয়ে যায় তাহলে তাদের ছ’গণ জরিমানা দিতে হবে ৷
advertisement
নিয়ম অনুযায়ী, স্লিপার ও সেকেন্ড ক্লাস যাত্রীরা মে ৪০ কেজি ও ৩৫ কেজি মালপত্র যথাক্রমে নিখরচায় নিয়ে যেতে পারেন। পার্সেল অফিসে অতিরিক্ত চার্জ দিয়ে তারা সর্ব্বোচ্চ ৮০ থেকে ৭০ কেজি লাগেজ তারা নিয়ে যেতে পারবেন ৷ তবে সেটি লাগেজ ভ্যানে নিয়ে যাওয়া যাবে ৷
advertisement
এসি ফার্স্ট ক্লাস- আসন প্রতি সর্বোচ্চ বহন করা যাবে ৭০ কেজি, ন্যূনতম ১৫ কেজি ৷ অতিরিক্ত মালপত্র নিয়ে যেতে হলে লাগবে অতিরিক্ত ভাড়া ৷
এসি-২ টিয়ার স্লিপার বা ফার্স্ট ক্লাস- আসন প্রতি সর্বোচ্চ বহন করা যাবে ৫০ কেজি, ন্যূনতম ১০ কেজি ৷ অতিরিক্ত মালপত্র বহনে লাগবে অতিরিক্ত ভাড়া ৷
advertisement
এসি-৩ টিয়ার স্লিপার বা এসি চেয়ার কার- সর্বোচ্চ বহন করা যাবে ৪০ কেজি, ন্যূনতম ১০ কেজি ৷ ৪০ কেজি পর্যন্ত অতিরিক্ত ওজন অতিরিক্ত চার্জ দিয়ে বহন করা যাবে ৷
স্লিপার ক্লাস- আসন ও যাত্রী প্রতি সর্বোচ্চ বহন করা যাবে ৪০ কেজি, ন্যূনতম ১০ কেজি ৷
সেকেন্ড ক্লাস- সর্বোচ্চ বহন করা যাবে ৩৫ কেজি, ন্যূনতম ১০ কেজি ৷ ৭০ কেজি পর্যন্ত অতিরিক্ত ওজন, অতিরিক্ত চার্জ দিয়ে বহন করা যাবে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
এবার ট্রেনেও বেশি মালপত্র নিয়ে উঠলে দিতে হবে ৬ গুণ জরিমানা !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement