পাঠানকোট হামলার তদন্তে ভারত পৌঁছল পাক তদন্তকারী দল
Last Updated:
পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলার তদন্ত করতে বারতে পৌঁছল পাকিস্তানের জয়েন্ট ইনভেস্টিগেশন টিম (JIT)। রবিবার পাঠানকোট মালার তদন্ত করতে দিল্লিতে পৌঁছয় পাক তদন্তকারী দল ৷ পাঁচ সদ্যসের পাক দলে একজন আইএসআই এজেন্ট রয়েছে ৷ মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা পাক তদন্তকারী দলের ৷
#নয়াদিল্লি: পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলার তদন্ত করতে ভারতে পৌঁছল পাকিস্তানের জয়েন্ট ইনভেস্টিগেশন টিম (JIT)। রবিবার পাঠানকোট মালার তদন্ত করতে দিল্লিতে পৌঁছয় পাক তদন্তকারী দল ৷ পাঁচ সদ্যসের পাক দলে রয়েছে একজন আইএসআই এজেন্ট ৷ মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা পাক তদন্তকারী দলের ৷ সেই দিনই প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করবে পাক দল ৷ সূত্রের খবর, বায়ুসেনা ঘাঁটির যে অংশে হামলা হয়েছিল কেবল সেই জায়গা পরিদর্শন করবেন পাক দল ৷ বাকি অংশটি ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হবে ৷ চলতি বছরের জানুয়ারি মাসের ২ তারিখ পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা ৷ ৮০ ঘণ্টার দীর্ঘ এই গুলির লড়াইয়ে সাতজন ভারতীয় সেনা শহীদ হন ৷ পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এই হামলা চালায় বলে অভিযোগ ৷ প্রমাণ হিসেবে বেশ কিছু নথি ভারত তুলে দেয় পাকিস্তানের হাতে ৷ সেই বিষয়েই তদন্ত করতে এদিন ভারতে এসেছে পাক তদন্তকারী দল ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 27, 2016 3:43 PM IST