ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, চলছে গুলির লড়াই

Last Updated:

ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান ৷ শনিবার সকালে জম্মু কাশ্মীরের পালানওয়ালার আখনুর সেক্টর লক্ষ্য করে গুলি ছুঁড়ল পাক সেনা।

#জম্মু: ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান ৷  শনিবার সকালে জম্মু কাশ্মীরের পালানওয়ালার আখনুর সেক্টর লক্ষ্য করে গুলি ছুঁড়ল পাক সেনা। ভোর ৪টে থেকে চলছে গুলিবর্ষণ ৷ পাল্টা জবাব দেয় ভারতে ৷ শুরু হয় গুলির লড়াই ৷ এখনও শোনা যাচ্ছে গুলির লড়াই  ৷
উরি হামলার জবাবে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে সার্জিক্যাল অ্যাটাক চালায় ভারত ৷ গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি  ঘাঁটি, লঞ্চ প্যাড ৷ ভারতীয় সেনার হাতে নিকেশ বহু জঙ্গি ৷ বৃহস্পতিবার ভোর আড়াইটে নাগাদ সীমান্ত পেরিয়ে পাক ভূমিতে ঢোকে সেনা বাহিনী ৷ ভিমবের, হটস্প্রিং সেল এবং লিপা সেক্টরে হামলা চালিয়ে সাতটি পাক জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেয় জওয়ানরা ৷ নিয়ন্ত্রণরেখার ওপারে ৫০০ মিটার থেকে ২কিমি পর্যন্ত অভিযানে জঙ্গিদের অন্তত ৭টি লঞ্চ প্যাড সম্পূর্ণ ধ্বংস ৷ অভিযানে প্যারাড্রপিংয়ে করে ভারতীয় সেনা ৷ বৃহস্পতিবার ভোর চারটেয় এই অপারেশন শেষ হয়েছে বলে জানায় ডিজিএমও রণবীর সিং ৷
advertisement
এরপরই বৃহস্পতিবার গভীর রাতে জম্মুর আখনুর সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে গুলি ছোড়ে পাক সেনারা। এর আগে ২৮ সেপ্টেম্বর পুঞ্চ সেক্টরের সাবজিয়ার এলাকায় ভারতীয় সেনাবাহিনীর পোস্টগুলি নিশানা করে গুলি চালিয়েছিল পাক সেনা।এর আগে উরি হামলার দু’দিন পর গত ২০ সেপ্টেম্বরও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনা ছাউনি ও জওয়ানদের লক্ষ্য করে গুলি ছোড়ে পাকিস্তান ৷ তার আগে গত ৬ সেপ্টেম্বর পুঞ্চে LoC বরাবর মর্টার হামলা চালায় পাক সেনা ৷ ২ সেপ্টেম্বরও আখনুর সেক্টরে ভারতীয় সেনা ঘাঁটিকে টার্গেট করে গুলি ছোড়ে পাক বাহিনী ৷
advertisement
advertisement
গতবছর ৪০৫ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান ৷ এর জেরে মৃত্যু হয়েছে ১৬ জন নাগরিকের ৷  আহত হয়েছেন ৭১জন ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, চলছে গুলির লড়াই
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement