ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, পাল্টা জবাব ভারতীয় সেনার

Last Updated:

সীমান্তে ভারত-পাকিস্তান দু’দেশের গোলাগুলি চলাও অব্যাহত ৷ ফের সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠল পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে ৷

#নয়াদিল্লি: সীমান্তে ভারত-পাকিস্তান দু’দেশের গোলাগুলি চলাও অব্যাহত ৷ ফের সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠল পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে ৷ কাশ্মীরের জম্মু ও কাশ্মীরের মেন্ধর সেক্টরের মানকোট এলাকায় বুধবার সকাল থেকে গুলি বর্ষণ শুরু করে পাক সেনার ৷ পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারা ৷ এখনও পর্যন্ত ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷ অর্থাৎ ৪৮ ঘণ্টায় দু’বার বিনা প্ররোচনায় সীমান্তের ওপার থেকে গুলি চালাল তাঁরা।
গতকাল রাত আড়াইটে নাগাদ মেনধর মানকোল সীমান্তরেখা বরাবর গোলাগুলি শুরু করে পাক বাহিনী ৷ এভাবে গোলাগুলি চালানোর ফাঁকে সন্ত্রাসবাদীদের ভারতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অনুমান করা হচ্ছে ৷
দু’দিন আগে কৃষ্ণ ঘাঁটি সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের ৷ ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে ফের হামলা চালাল পাক সেনা ৷ পাকিস্তান রেঞ্জার্সের ছোঁড়া রকেটের ঘায়ে মৃত্যু হল দুই ভারতীয় সেনা জওয়ানের ৷ এর মধ্যে একজন বিএসএফ ও আরেকজন সেনা জওয়ান ছিলেন। ২ জওয়ান মারা যেতেই, সঙ্গে সঙ্গে তাঁদের মুণ্ডচ্ছেদ করে চলে যায় পাক বাহিনী। ভারতীয় ভূখণ্ডের প্রায় ২৫০ মিটার ভিতরে চলে এসেছিল তারা ও সেখানে হামলা চালানোর জন্য ঘাপটি মেরে বসেছিল ৷ তবে পাকিস্তান এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, পাল্টা জবাব ভারতীয় সেনার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement