জঙ্গিদের নিয়ন্ত্রণ রেখা পেরনোর জন্য এক কোটি টাকা দেয় পাকিস্তান
Last Updated:
ভারতে বিভিন্ন হামলার চালানোর অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে ৷ কিন্তু একাধিকাবর অভিযোগ উঠলেও অন্তর্জাতিক মঞ্চে তাদের তরফে দাবি করা হয়েছে যে কোনওরকম সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে তারা জড়িত নয় ৷
#মুজাফ্ফরাবাদ: ভারতে বিভিন্ন হামলার চালানোর অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে ৷ কিন্তু একাধিকাবর অভিযোগ উঠলেও অন্তর্জাতিক মঞ্চে তাদের তরফে দাবি করা হয়েছে যে কোনওরকম সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে তারা জড়িত নয় ৷ কিন্তু পাক অধিকৃত কাশ্মীরের আমন ফোরামের এক নেতা সর্দার রইস ইনক্লাবি যা দাবি করেছেন তাতে পাকিস্তানের অস্বস্তির কারণ হয়ে উঠেছে ৷ পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়ে তিনি জানিয়েছেন ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে পাকিস্তান প্রশাসন। ভারতে অনুপ্রবেশ করে সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য পাকিস্তান জঙ্গিদের এক কোটি টাকা করে দেয় ৷
পাক অধিকৃত কাশ্মীর আমানের নেতা স্বীকার করেছেন, ‘যাদের পাক সরকার নিষিদ্ধ ঘোষণা করে তারাই স্বাধীনভাবে তালিম পায় পাক অধিকৃত কাশ্মীরে ৷ জঙ্গিপিছু ১ কোটি টাকা খরচ করে পাকিস্তান ৷ যারা গুলি চালাতে সিদ্ধহস্ত, তাদের সেনার সঙ্গে গুলির লড়াই শেখানো হয় ৷ পাকিস্তান খুনিদেরই ভাড়া করে ৷ তাদেরকে আত্মঘাতী জঙ্গি হতে শেখায় ৷ নিয়ন্ত্রণরেখা কিভাবে পেরোতে হবে তাও শেখায় ৷’ মুজফফরাবাদে এক পথসভায় এমনটাই দাবি রেইজ ইনকিলাবির ৷
advertisement
এছাড়াও তিনি বলেছেন যে জঙ্গি সংগঠনগুলি পাকিস্তানে নিষিদ্ধ তাদের কেন পাক অধিকৃত কাশ্মীর থেকে অনায়সে কাজকর্ম চালিয়ে যেতে দেওয়া হয় ৷
advertisement
রিপোর্ট অনুযায়ী, এই বছর মোট ৪৪০ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷ সূত্রের খবর, লস্কর-ই-তৈবা, লস্কর-ই-জাঙভি, হিজবুল-মুজাহিদিনের অধীনে ১০০ জনের পাক অধিকৃত কাশ্মীরে প্রশিক্ষন চলছে৷ সেখান থেকেই ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা চালাচ্ছে তারা ৷
advertisement
ইনকিলাবি আরও জানিয়েছেন, যে যদি কেউ পাকিস্তানে বোমা বিস্ফোরণে মারা যায় তাহলে তাকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় ৷ কিন্তু পাক অধিকৃত কাশ্মীরে কারোর মৃত্যু হলে তাকে ১ -২ লক্ষ টাকা দেওয়া হয় ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 12, 2016 1:30 PM IST