পাঠানকোট জঙ্গি হামলা ভারতের নাটক, দাবি পাক তদন্ত দলের
Last Updated:
কয়েকদিন আগেই পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলার তদন্ত করতে ভারতে এসেছিল পাকিস্তানের জয়েন্ট ইনভেস্টিগেশন টিম (JIT)। পাঁচ সদ্যসের পাক দলে ঘটনাস্থল পরিদর্শনে করে দেখে ৷ প্রথমে মনে করা হয়েছিল এই জঙ্গি দমনে এই পদক্ষেপ দু’দেশের দ্বিপাক্ষিক সর্ম্পকের আরও দৃঢ় করতে সাহায্য করবে ৷ কিন্তু জেআইটি -র দেওয়া রির্পোটে ফাঁস হওয়ার পর চিত্রটা কিন্তু একদম আলাদা ৷ পাক সংবাদমাধ্যমের দাবি, পাঠানকোট জঙ্গি হামলা ভারতের নাটক ৷ পাক তদন্তকারী দলকে উদ্ধৃত করে দাবি, ‘পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করাই ভারতের লক্ষ্য ৷’ রির্পোটে পাক তদন্তকারী দল আরও জানিয়েছে, যে জঙ্গিরা পাঠানকোটে হামলা চালিয়েছে তারা যে পাকিস্তানের এমন কোনও তথ্য পাওয়া যায়নি ৷ পাক দলের এই রির্পোট ফাঁস হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী মোদি বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা ৷
#ইসলামাবাদ: কয়েকদিন আগেই পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার তদন্ত করতে ভারতে এসেছিল পাকিস্তানের জয়েন্ট ইনভেস্টিগেশন টিম (JIT)। পাঁচ সদ্যসের পাক দলে ঘটনাস্থল পরিদর্শনে করে দেখে ৷ প্রথমে মনে করা হয়েছিল এই জঙ্গি দমনে এই পদক্ষেপ দু’দেশের দ্বিপাক্ষিক সর্ম্পককে আরও দৃঢ় করতে সাহায্য করবে ৷ কিন্তু জেআইটি -র দেওয়া রির্পোটে ফাঁস হওয়ার পর চিত্রটা কিন্তু একদম আলাদা ৷ পাক সংবাদমাধ্যমের দাবি, পাঠানকোট জঙ্গি হামলা ভারতের নাটক ৷ পাক তদন্তকারী দলকে উদ্ধৃত করে দাবি, ‘পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করাই ভারতের লক্ষ্য ৷’ রির্পোটে পাক তদন্তকারী দল আরও জানিয়েছে, যে জঙ্গিরা পাঠানকোটে হামলা চালিয়েছে তারা যে পাকিস্তানের এমন কোনও তথ্য পাওয়া যায়নি ৷ পাক দলের এই রির্পোট ফাঁস হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা ৷
এর আগে পাক দল পাঠানকোট ঘটনাস্থল পরির্দশনে আসলে বিক্ষোভ দেখিয়েছিল কংগ্রেস ৷ তাদের বক্তব্য, হামলা চালিয়েছে পাকিস্তানি জঙ্গিরা ৷ এই ঘটনার চক্রী কারা, তার সমস্ত প্রমাণ ও নথি থাকা সত্ত্বেও তাদের গ্রেফতার করেনি পাকিস্তান সরকার ৷ তাহলে আলাদা করে এখানে কী তদন্ত করবে পাক তদন্তকারী দল? সেই নিয়ে প্রশ্ন তুলেছিল বিক্ষুব্ধ কংগ্রেস ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 05, 2016 11:08 AM IST