'শত্রুকে' উচিত জবাব দেবে ভারত : পহেলগাঁও নিয়ে কড়া হুঁশিয়ারি রাজনাথের, দিলেন 'বড়' বার্তা, 'দেশ যা চাইছে...'
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Pahalgam Terror Attack: পহেলগাঁওয়ে ২৬ পর্যটকের নৃশংস মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। ভয়ঙ্কর এই সন্ত্রাসবাদী হামলার পিছনে ‘কুচক্রী’ পাকিস্তানের মদত ও শাস্তিস্বরূপ উপযুক্ত জবাব দেওয়ার দাবি উঠেছে দেশ জুড়ে। এই আবহেই এবার পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
নয়াদিল্লি: পহেলগাঁওয়ে ২৬ পর্যটকের নৃশংস মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। ভয়ঙ্কর এই সন্ত্রাসবাদী হামলার পিছনে ‘কুচক্রী’ পাকিস্তানের মদত ও শাস্তিস্বরূপ উপযুক্ত জবাব দেওয়ার দাবি উঠেছে দেশ জুড়ে। এই আবহেই এবার পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
রবিবার দিল্লিতে এক অনুষ্ঠানে এসে চড়া গলায় বার্তা দিলেন রাজনাথ। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, “জাতির শত্রুদের বিরুদ্ধে কঠোর এবং উপযুক্ত জবাব দেবে ভারত।” আরও স্পষ্ট করে প্রতিশ্রুতি দিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “যারা দেশের বিরুদ্ধে চোখ তুলে তাকিয়েছে তাদের যোগ্য জবাব দেওয়ার দায়িত্ব আমার। দেশ যা চাইছে তাই হবে।”
advertisement
advertisement
নয়াদিল্লির ভারত মণ্ডপে এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময়, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, “ভারত জাতির ইচ্ছানুযায়ী শত্রুদের প্রতিশোধ নেবে।” তিনি আরও বলেন, “প্রতিরক্ষামন্ত্রী হিসেবে, দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। যারা আমাদের দেশে আক্রমণ করার সাহস করে তাদের উপযুক্ত জবাব দেওয়া আমার কর্তব্য”।
advertisement
রবিবার রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। সেখান থেকে বেরিয়ে সনাতন সংস্কৃতি জাগরণ মহোৎসবের অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখান থেকেই পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভারতের বিরুদ্ধে চোখ তুলে তাকালে তাদের ছেড়ে কথা বলা হবে না। শত্রুর ভাষাতেই শত্রুকে যোগ্য জবাব দেওয়া হবে। গোটা দেশ প্রত্যাঘাত চাইছে। দেশবাসীর সেই চাহিদা পূরণ করা হবে। দেশবাসী যা চাইছেন সেটাই হবে।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 04, 2025 10:05 PM IST