One Nation, One Election: এক দেশ, এক নির্বাচন নিয়ে আট সদস্যের কমিটি তৈরি করল কেন্দ্রীয় সরকার, দ্রুত হবে সিদ্ধান্ত
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
One Nation, One Election: এই কমিটির শীর্ষে থাকছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী৷
নয়াদিল্লি: হাজার জল্পনার মধ্যেই ‘এক দেশ, এক নির্বাচন’ প্রক্রিয়া নিয়ে আট সদস্যের কমিটি তৈরি করল কেন্দ্রীয় সরকার৷ অর্থাৎ একই সঙ্গে লোকসভা ও বিধানসভার পাশাপাশি পঞ্চায়েত, পৌরসভার মতো স্থানীয় নির্বাচনও একসঙ্গে করার কথা বলা হবে৷
এই কমিটির শীর্ষে থাকছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী, রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলনেতা গুলাম নবি আজাগ, ও প্রাক্তন ফিনান্স কমিশন চেয়ারম্যান এনকে সিং৷ এ ছাড়াও কমিটিতে থাকছেন লোকসভার সেক্রেটারি জেনারেল সুভাষ সি কাশ্যপ, আইনজীহী হরিশ সালভে ও প্রাক্তন ভিজিলেন্স কমিশনার সঞ্জয় কোঠারি৷ এই কমিটি নির্ধারণ করবে ঠিক কোন পথে দেশে ‘এক দেশ, এক নির্বাচন’ প্রক্রিয়ার প্রয়োগ করা সম্ভব হয়৷
advertisement
advertisement
এ ছাড়া কেন্দ্রীয় আইন মন্ত্রী বিশেষ আহ্ববায়ক হিসাবে কমিটির বিভিন্ন বিষয়, অ্যামেন্ডমেন্ট ইত্যাদির বিষয়ে আলোচনার জন্য থাকবেন, পাশাপাশি, লিগাল অ্যাফেয়ার্সের সেক্রেটারি নিতেন চন্দ্র উপস্থিত থাকবেন এই মিটিংয়ে৷ দেশ জুড়ে অবিচ্ছিন্ন নির্বাচন প্রক্রিয়া চালাতে কোনও ধরনের আইনি সংশোধন আনা প্রয়োজন, কোনও ধরনের প্রস্তাব আনা দরকার এবং ভারতীয় রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টের আওতায় থেকে কতটা করা যায়, এই কমিটি সেই বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেবে৷ পাশাপাশি, রাজ্য সরকারগুলি কোনও সংশোধনী দিলে কী ভাবে সেগুলিকেও আইনের আওতায় আনা যায়, সেদিকে খেয়াল রাখবে এই কমিটি৷
advertisement
পাশাপাশি, নির্বাচনের ফলে কোথাও যদি ত্রিশঙ্কু অবস্থা তৈরি হয়, কোথাও যদি ত্রিশঙ্কু অবস্থা হয়, কোথাও অনাস্থা প্রস্তাব আসে, সেই পরিস্থিতিতে কী হবে, সেগুলির বিষয়টিও ঠিক করবে এই কমিটি৷ কমিটি সমস্ত রকম মতামত শুনতেও প্রস্তুত থাকবে৷ সমস্ত ধরনের মানুষ, প্রতিনিধিদের বিভিন্ন মতামতও এরা শুনবে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2023 8:24 PM IST