#নয়াদিল্লি: ফের সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন সুন্দরী রীণা দিবেদী ৷ তিনি মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন ৷ অন্যবারের মত এইবারও তিনি একটি আকর্ষণীয় ভিডিও শ্যুট করে ফেসবুকে আপলোড করেছেন যেই ভিডিওতে ঝড়ের গতিতে লাইক ও কমেন্ট পড়েছে ৷
কখনও হিন্দি, কখনও পঞ্জাবি গানের সঙ্গে মন মাতানো ভিডিও শ্যুট করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ৷ এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক রূপে ভাইরাল হয়েছে ৷ একচি পঞ্জাবি গানের সঙ্গে দুর্দান্ত ভিডিও এইবারেও তুমুল আলোড়ন সৃষ্টি করেছে ৷
কালো টপ ও হলুদ স্কার্ট পরে তিনি গাছের গুঁড়িতে শুয়ে শুটে চোখে চশমা পরে বড়া পছতায়েঙ্গে অর্থাৎ বড়সড় অনুশোচনা যার মূল অর্থ এমনই এক গানের সঙ্গে ভিডিও শ্যুট করার পরে তা রীতিমত ছড়িয়েছে ৷ রাতিমত লাস্যময়ী নায়িকা লাগছে তাঁকে ৷