প্রকাশিত হল খসড়া তালিকা, নাগরিকত্ব পরীক্ষায় অসফল প্রায় ৪০ লক্ষ
Last Updated:
প্রকাশিত হল চূড়ান্ত খসড়া, নাগরিকত্ব পরীক্ষায় অসফল প্রায় ৪০ লক্ষ
#গুয়াহাটি: প্রকাশিত হল অসমের জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া । মোট আবেদনকারী ছিল প্রায় ৩কোটি ২৯ লক্ষ । ৬কোটি ৫৬লক্ষ প্রমাণপত্র খতিয়ে দেখার পর ও ১৬রাউন্ড ডিগিটাইজেশন প্রক্রিয়ার পর অবশেষে এই তালিকা প্রকাশ করল এনআরসি । চূড়ান্ত খসড়ার নাগরিক তালিকা থেকে বাদ পড়লেন প্রায় ৪০ লক্ষ মানুষ। নির্দিষ্টভাবে বললে নাগরিকত্ব পরীক্ষায় আপাতত উত্তীর্ণ হতে পারেন নি ৪০,০৭,৭০৭ জন আবেদনকারী ।নাগরিক তকমা পেলেন প্রায় ২কোটি মানুষ । নির্দিষ্ট সংখ্যাটি হল ২ কোটি ৮৯লক্ষ ৮৩ হাজার ৬৬৭ জন।
Two crore eighty nine lakhs, eighty three thousand six hundred and seventy seven people have been found eligible to be included in the National Register of Citizens: State NRC Coordinator #NRCAssam pic.twitter.com/eAseDjSmZm
— ANI (@ANI) July 30, 2018
advertisement
যদিও এনআরসি অধিকর্তারা জানিয়েছেন আতঙ্কিত হওয়ার কিছু নেই । তালিকা থেকে বাদ পড়া বাসিন্দারা পুনরায় নাগরিকত্বের দাবি জানিয়ে আবেদন করতে পারবেন । অনলাইনে অথবা এনআরসি সেবা কেন্দ্রে আবেদন করতে পারবেন তাঁরা । সেই আবেদনগুলি বিবেচনা করে আরও একটি তালিকা প্রকাশ করা হবে ডিসেম্বর মাসে । এনআরসি কর্তারা জানিয়েছেন যাদের নাম তালিকায় নেই তাঁদের প্রত্যেককে আবেদন করার বার্তা দিয়ে একটি চিঠি দেওয়া হবে । অগস্ট ৭ থেকে তাঁরা নাম না থাকার কারণও জানতে পারবেন । সঠিক নথিসমূহ নিয়ে আবেদন করলে তালিকায় নাম উঠবে, আশ্বস্ত করেছেন এনআরসি কর্তারা ।
advertisement
Every person whose name was in the first draft but is missing from final draft will be given an individual letter to file claim for her/his non-inclusion during claims and objections: Sailesh, Registrar General #NRCAssam pic.twitter.com/psEi1IhLtU — ANI (@ANI) July 30, 2018
advertisement
কড়া নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে অসম সহ উত্তর-পূর্বের সবকটি রাজ্য । গুয়াহাটি পুলিশ কমিশনার হিরেন নাথ জানিয়েছেন, এই কার্যসূচী সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জারি থাকবে নিরাপত্তা । ধুবরি, গোলাঘাট সহ অসমের সাতটি জেলায় জারি হয়েছে ১৪৪ ধারা ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 30, 2018 11:02 AM IST