রেলযাত্রীদের জন্য সুখবর! আরও কয়েকটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের
- Published by:Sudip Paul
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Northeast Frontier Railway: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে যাত্রীদের সুবিধার জন্য আরও কয়েকটি একমুখী স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে যাত্রীদের সুবিধার জন্য আরও কয়েকটি একমুখী স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই স্পেশাল ট্রেনগুলি শিলচর-কানপুর সেন্ট্রাল এবং আগরতলা-কলকাতা রেলওয়ে স্টেশনের মধ্যে একটি ট্রিপের জন্য চলবে।
সেই অনুযায়ী, ট্রেন নং. ০৫৬১৮ (শিলচর-কানপুর সেন্ট্রাল) একমুখী স্পেশাল ১৭ ডিসেম্বর, ২০২৩ (রবিবার) তারিখে শিলচর থেকে ১৮:৪৫ -এ রওনা দিয়ে ১৯ ডিসেম্বর ২০২৩ (মঙ্গলবার) তারিখের ০৭:৪৫ ঘণ্টায় কানপুর সেন্ট্রাল পৌঁছবে। ট্রেনটি নিউ হাফলং, গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, কোকরাঝার, কিষানগঞ্জ জং, কাটিহার জং, বারাউনি জং, পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জং স্টেশন হয়ে যাবে। উত্তর ভারতের দিকে যাত্রা করা অন্যান্য ট্রেনের অপেক্ষা তালিকাভুক্ত যাত্রীরা এটি সুন্দর সুযোগ নিতে পারেন।
advertisement
অন্য একটি ট্রেন নং. ০৫৬৪৭ (আগরতলা-কলকাতা) একমুখী স্পেশাল ১৬ ডিসেম্বর, ২০২৩ (শনিবার) তারিখে আগরতলা থেকে ১৫:১০-এ রওনা দিয়ে ১৮ ডিসেম্বর, ২০২৩ (সোমবার) তারিখের ০২:১০ -এ কলকাতা পৌঁছবে। ট্রেনটি নিউ করিমগঞ্জ, নিউ হাফলং, গুয়াহাটি, কোকরাঝার,কিষানগঞ্জ, কাটোয়া, ব্যান্ডেল স্টেশন হয়ে যাবে।
advertisement
এছাড়া শীতকাল ও কুয়াশাচ্ছন্ন মরশুম এবং নিউ জলপাইগুড়ি – মালদা টাউন – নিউ জলপাইগুড়ি সেকশনে রোলিং ব্লকের পরিপ্রেক্ষিতে ট্রেন পরিচালনা নিয়ন্ত্রণের জন্য, নিম্নোক্ত ট্রেনগুলি বাতিল থাকবে: ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত ট্রেন নং. ১৫৭১০ (নিউ জলপাইগুড়ি-মালদা টাউন) ইন্টারসিটি এক্সপ্রেস, ট্রেন নং. ১৫৭০৯ (মালদা টাউন-নিউ জলপাইগুড়ি) ইন্টারসিটি এক্সপ্রেস,ট্রেন নং. ০৭৫৫১ (তেলতা-রাধিকাপুর) ডেমু স্পেশাল, ট্রেন নং. ০৭৫৫২ (রাধিকাপুর-তেলতা) ডেমু স্পেশাল এবং ট্রেন নং.০৭৫২০ (শিলিগুড়ি জং.-মালদা কোর্ট) ডেমু স্পেশাল বাতিলথাকবে। ১ জানুয়ারি, ২০২৪ তারিখ পর্যন্ত ট্রেন নং. ০৭৫১৯ (মালদা কোর্ট-শিলিগুড়ি জং.) ডেমু স্পেশাল বাতিল থাকবে।
advertisement
এছাড়াও, নর্দার্ন রেলওয়ের লখনউ ডিভিশনের বারাবাঙ্কি – অযোধ্যা ক্যান্ট. – শাহগঞ্জ জং. – জাফরাবাদ সেকশনের মধ্যে ডাবল লাইন চালু করার জন্য, নিম্নবর্ণিত কয়েকটি ট্রেন বাতিল এবং কয়েকটি আংশিকভাবে বাতিল করা হয়েছে: ০২, ০৫, ০৭, ০৯, ১২ এবং ১৪ জানুয়ারি, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৭১৫ (কিষানগঞ্জ-আজমের জং.) গরিব নওয়াজ এক্সপ্রেস এবং ০৪, ০৮, ০৯, ১১, ১৫ এবং ১৬ জানুয়ারি, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৭১৬ (আজমের জং.-কিষানগঞ্জ) গরিব নওয়াজ এক্সপ্রেসবাতিল থাকবে। এছাড়া ১৮, ২৫ ডিসেম্বর, ২০২৩ ও ০১, ০৮, ১৫ জানুয়ারি, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫০৭৮ (গোমতি নগর-কামাখ্যা) এক্সপ্রেস-এর চলাচল গোরখপুর জং. থেকে সংক্ষিপ্ত আরম্ভ হবে এবং গোমতি নগর ও গোরখপুর-এর মধ্যে বাতিল থাকবে। ১৯, ২৬ ডিসেম্বর, ২০২৩ ও ০২, ০৯, ১৬ জানুয়ারী, ২০২৪ তারিখেরওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫০৭৭ (কামাখ্যা-গোমতি নগর) এক্সপ্রেস-এর চলাচল গোরখপুর জং. থেকে সংক্ষিপ্ত সমাপন হবে এবং গোরখপুর জং. ও গোমতি নগর-এর মধ্যে বাতিল থাকবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 15, 2023 1:41 PM IST