Indian Railways New Timing: উন্নত পরিষেবার লক্ষ্যে বেশ কিছু ট্রেনের সময়সূচি পাল্টে গেল, জেনে নিন পরিবর্তিত সময়

Last Updated:

Indian Railways New Timing: বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেনের সময়সূচি সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে
যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে
কলকাতা : চলাচলের উন্নতির লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে নিজের এলাকার অন্তর্গত বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেনের সময়সূচি সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৩১৫৯/১৩১৬০নং কলকাতা-যোগবাণী-কলকাতা এক্সপ্রেসের (ত্রি-সাপ্তাহিক) সময় সংশোধন করা হয়েছে। সেই অনুযায়ী, ১৩১৫৯ নং কলকাতা-যোগবাণী এক্সপ্রেস ট্রেনটি ০৮ মে, ২০২৩ থেকে হরিশ্চন্দ্রপুর, কাটিহার, পুর্নিয়া, আরারিয়া কোর্ট, ফরবেশগঞ্জ জং., ও যোগবাণী স্টেশনে সংশোধিত সময়ের সাথে চলাচল করবে। ট্রেনটি যোগবাণী স্টেশনে ১০.২৫ ঘণ্টায় পৌঁছবে। ফেরত যাত্রার সময় ১৩১৬০নং যোগবাণী-কলকাতা এক্সপ্রেস ট্রেনটি ০৯ মে, ২০২৩ থেকে সংশোধিত সময়সূচি সহ ১৫.০০ ঘণ্টায় যোগবাণী থেকে রওনা দিবে। এই ট্রেনটির সময় ফরবেশগঞ্জ জং. ও আরারিয়া কোর্ট স্টেশনেও পরিবর্তন করা হয়েছে।
অন্যদিকে, ১২৪৮৮/১২৪৮৭নং আনন্দ বিহার টার্মিনাল-যোগবাণী-আনন্দ বিহার টার্মিনাল সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি ০৮ মে, ২০২৩ থেকে কাটিহার, পুর্নিয়া, আরারিয়া কোর্ট, ফরবেশগঞ্জ জং. ও যোগবাণী স্টেশনে সংশোধিত সময়ের সাথে চলাচল করবে। ট্রেনটি যোগবাণী স্টেশনে ০৭.৩৫ ঘণ্টায় পৌঁছবে এবং যোগবাণী থেকে ২০.৪৫ ঘণ্টায় রওনা দিবে। এ ছাড়াও, ০৮০৪৭/০৮০৪৮নং সাঁতরাগাছি-গুয়াহাটি-সাঁতরাগাছি সাপ্তাহিক সামার স্পেশাল ট্রেনের পরিষেবা বিদ্যমান সময়সূচি, স্টপেজ, ফ্রিকোয়েন্সি ও গঠনের সাথে আরও ৯টি ট্রিপের জন্য সম্প্রসারণ করা হয়েছে। ৫ মে থেকে ৩০ জুন, ২০২৩ পর্যন্ত ০৮০৪৭নং (সাঁতরাগাছি-গুয়াহাটি) সাপ্তাহিক সামার স্পেশাল ট্রেনটি প্রত্যেক শুক্রবার সাঁতরাগাছি থেকে চলাচল করবে এবং ০৬ মে থেকে ০১ জুলাই, ২০২৩ পর্যন্ত ০৮০৪৮নং (গুয়াহাটি-সাঁতরাগাছি) সাপ্তাহিক সামার স্পেশাল ট্রেনটি প্রত্যেক শনিবার গুয়াহাটি থেকে চলাচল করবে।
advertisement
advertisement
এছাড়াও, ০৭৯০২/০৭৯০৩ নং লিডু-ডিব্রুগড় টাউন-লিডু ডেমু স্পেশালের পরিষেবা ০৭ মে থেকে ০৬ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত ডিব্রুগড় টাউন বাদ দিয়ে চাউলখোয়া-ডিব্রুগড় হয়ে মুর্কংসেলেক পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। এই রুটের নিত্য যাত্রীদের সুবিধার্থে ট্রেনটি চাউলখোয়া-বরগোলাইয়ের মধ্যে সংশোধিত সময়ের সাথে চলাচল করবে। ০৭৯০২ নং লিডু-মুর্কংসেলেক ডেমু স্পেশাল ট্রেনটি লিডু থেকে ০৬.৪৫ ঘণ্টায় রওনা দিয়ে মুর্কংসেলেকে ১২.১৫ ঘণ্টায় পৌঁছবে। ফেরত যাত্রার সময় ০৭৯০৩ নং মুর্কংসেলেক-লিডু ডেমু স্পেশাল ট্রেনটি মুর্কংসেলেক থেকে ১৫.৩০ ঘণ্টায় রওনা দিয়ে ২১.০০ ঘণ্টায় লিডু পৌঁছবে। ট্রেনটি ডিব্রুগড়-মুর্কংসেলেকের মধ্যে ধামালগাঁও, টঙ্গানি, নিউ সিসিবরগাঁও, শ্রীপানি, সিলাপাথার, আর্চিপাথার, চিমেন চাপরি, তেলেম ও লাইমেকুরিতে স্টপেজ দিবে। ট্রেনটি অসম ও অরুণাচল প্রদেশের একটি অংশের যাত্রীদের জন্য ব্রহ্মপুত্রের উত্তর ও দক্ষিণ পারের মধ্যে যোগাযোগ সুগম হবে।
advertisement
এই ট্রেনের স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ রেলওয়ে ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও জানানো হচ্ছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways New Timing: উন্নত পরিষেবার লক্ষ্যে বেশ কিছু ট্রেনের সময়সূচি পাল্টে গেল, জেনে নিন পরিবর্তিত সময়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement