#দিল্লি: এখনই নাইট কারফিউ নয়, জানালো কেজরিওয়াল সরকার৷ দিল্লির বর্তমান কোভিড -১৯ পরিস্থিতি পর্যালোচনা করার পরই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দিল্লি সরকার। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত দিল্লি হাইকোর্টকে জানানো হয়েছে ৷
গত ২৬ নভেম্বর বিচারপতি হিমা কোহলি ও সুব্রামনিয়াম প্রসাদের জোটে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ দিল্লি সরকারকে নাইট কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে বলেন৷ এর উত্তরে কেজরিওয়াল জানান, এখনই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, পরবর্তীকালে তিনি তা বিবেচনা করে জানাবেন৷
বৃহস্পতিবার, কেজরিওয়াল সরকার একটি প্রতিবেদনের মাধ্যমে দিল্লিতে এরপর কি কি পরিবর্তন হতে পারে সে বিষয়ে জানান৷ তিনি বলেন, ৩১ ডিসেম্বর পর্যন্ত দিল্লিতে কোনোপ্রকার নতুন নিয়ম জারি হচ্ছেনা৷
এদিকে অক্টোবরের শেষ সপ্তাহের পর থেকে রাজধানীতে প্রতিদিনের সংক্রমণের হার বেড়েছে অনেকটাই৷ সম্প্রতি ন্যাশনাল সেন্টার অফ ডিজিজ কন্ট্রোলের এক প্রতিবেদনে সতর্ক করা হয়েছিল যে দৈনিক প্রায় ১৫,০০০ নতুন কেসের সম্মুখীন হতে পারে দিল্লি৷ এবং তার জন্য তাদের প্রস্তুত থাকতে হবে।
আবহাওয়া পরিবর্তন, আসন্ন শীতকাল এই করোনা পরিস্থিতির উদ্বেগ বাড়াচ্ছে৷ বাড়াছে শ্বাসকষ্টজনিত সমস্যা৷ এছাড়া ও বিভিন্ন উৎসব, বহিরাগত আগমনের ফলে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তবে
নাইট কারফিউ কোভিড পরিস্থিতি সামলানোর জন্য কোনো সঠিক সমাধান না বলেই মনে করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ কারণ, করোনা তাতে ছড়াতে দেরি হয় মাত্র ৷ এর বিকল্প ব্যবস্থা ভাবতে হবে। নাইট কারফিউতে আদতে কোনও সুরাহা হবে না। বুধবার দিল্লিতে ৩,৯৪৪ টি নতুন কোভিড কেস ধরা পড়েছে৷Simli Dasgupta
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: COVID-19, Delhi, Kejriwal, Night curfew