করোনা রুখতে নাইট কারফিউ জারির পথে হাঁটছে না দিল্লি ! বিকল্প পথ চায় কেজরিওয়াল সরকার

Last Updated:

এদিকে অক্টোবরের শেষ সপ্তাহের পর থেকে রাজধানীতে প্রতিদিনের সংক্রমণের হার বেড়েছে অনেকটাই৷

#দিল্লি:  এখনই নাইট কারফিউ নয়, জানালো কেজরিওয়াল সরকার৷ দিল্লির বর্তমান কোভিড -১৯ পরিস্থিতি পর্যালোচনা করার পরই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দিল্লি সরকার। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত দিল্লি হাইকোর্টকে জানানো হয়েছে ৷
গত ২৬ নভেম্বর বিচারপতি হিমা কোহলি ও সুব্রামনিয়াম প্রসাদের জোটে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ  দিল্লি সরকারকে নাইট কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে বলেন৷ এর উত্তরে কেজরিওয়াল জানান, এখনই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, পরবর্তীকালে তিনি তা বিবেচনা করে জানাবেন৷
বৃহস্পতিবার, কেজরিওয়াল সরকার একটি প্রতিবেদনের মাধ্যমে দিল্লিতে  এরপর কি কি পরিবর্তন হতে পারে সে বিষয়ে জানান৷ তিনি বলেন, ৩১ ডিসেম্বর পর্যন্ত দিল্লিতে কোনোপ্রকার নতুন নিয়ম জারি হচ্ছেনা৷
advertisement
advertisement
এদিকে অক্টোবরের শেষ সপ্তাহের পর থেকে রাজধানীতে প্রতিদিনের সংক্রমণের হার বেড়েছে অনেকটাই৷ সম্প্রতি ন্যাশনাল সেন্টার অফ ডিজিজ কন্ট্রোলের এক প্রতিবেদনে সতর্ক করা হয়েছিল যে দৈনিক প্রায় ১৫,০০০ নতুন কেসের সম্মুখীন হতে পারে দিল্লি৷ এবং তার জন্য তাদের প্রস্তুত থাকতে হবে।
আবহাওয়া পরিবর্তন, আসন্ন শীতকাল এই করোনা পরিস্থিতির উদ্বেগ বাড়াচ্ছে৷ বাড়াছে শ্বাসকষ্টজনিত সমস্যা৷ এছাড়া ও বিভিন্ন উৎসব, বহিরাগত আগমনের ফলে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তবে
advertisement
নাইট কারফিউ কোভিড পরিস্থিতি সামলানোর জন্য কোনো সঠিক সমাধান না বলেই মনে করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ কারণ, করোনা তাতে ছড়াতে দেরি হয় মাত্র ৷ এর বিকল্প ব্যবস্থা ভাবতে হবে। নাইট কারফিউতে আদতে কোনও সুরাহা হবে না। বুধবার দিল্লিতে  ৩,৯৪৪ টি নতুন কোভিড কেস ধরা পড়েছে৷
Simli Dasgupta
বাংলা খবর/ খবর/দেশ/
করোনা রুখতে নাইট কারফিউ জারির পথে হাঁটছে না দিল্লি ! বিকল্প পথ চায় কেজরিওয়াল সরকার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement