সিনেমায় জাতীয় সঙ্গীত বাজলে দর্শকদের উঠে দাঁড়ানো বাধ্যতামূলক নয়: সুপ্রিম কোর্ট

Last Updated:

সিনেমা হলে জাতীয় সঙ্গীত বিতর্কে স্বস্তি ৷ সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি পেলেন সিনেমার দর্শকেরা ৷

#নয়াদিল্লি: সিনেমা হলে জাতীয় সঙ্গীত বিতর্কে স্বস্তি ৷ সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি পেলেন সিনেমার দর্শকেরা ৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ অনুযায়ী, ‘সিনেমা বা তথ্যচিত্রে জাতীয় সঙ্গীত বাজলে, দর্শকদের উঠে দাঁড়ানো বাধ্যতামূলক নয় ৷’
গত বছরে নভেম্বর মাসের ৩০ তারিখ সরকারি নির্দেশ দিয়ে সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানোকে বাধ্যতামূলক করেছে ৷ সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানোর প্রথা এদেশে অনেক আগে থাকলেও বর্তমানে তা পুরোপুরি বন্ধ ৷ বেশ কয়েক বছর আগে একটি বিশেষ মাল্টিপ্লেক্স চেন সিনেমার আগে জাতীয় সঙ্গীত বাজানোর বিষয়টা আবার চালু করলেও সেই মাল্টিপ্লেক্স সংস্থার মালিকানা বদল হতেই ফের তা বন্ধ হয়ে গিয়েছে ৷ কিন্তু এবার থেকে দেশের সব থিয়েটারে সিনেমা শুরুর আগে জাতীয় সঙ্গীত বাজানোটা বাধ্যতামূলক করল সুপ্রিম কোর্ট ৷
advertisement
এর ফলে শুধু মাল্টিপ্লেক্সই নয়, সিঙ্গল থিয়েটারগুলিতেও আবার অনেক বছর পর সিনেমা শুরুর আগে জাতীয় সঙ্গীত বাজতে দেখা যাবে ৷ সু্প্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানোর পাশাপাশি স্ক্রিনে ফুটে উঠবে জাতীয় পতাকার ছবি এবং উপস্থিত সবাইকে উঠে দাঁড়িয়ে সম্মান জানাতে হবে ৷ বিভিন্ন টিভি শো এবং সিনেমায় জাতীয় সঙ্গীতের অপব্যবহার করা হচ্ছে এই অভিযোগে একটি মামলা হয়। সেই প্রসঙ্গেও শীর্ষ আদালত জানিয়েছে, বাণিজ্যিকভাবে কখনই জাতীয় সঙ্গীত ব্যবহার করা উচিৎ নয়।
advertisement
advertisement
১৯৬০ সালে সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক করা হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই নিয়ম হারিয়ে যায়। সিনেমা দেখার ধারণাটাই বদলে দেয় মাল্টিপ্লেক্স। ২০০৩-এ মহারাষ্ট্রে ফের এই নির্দেশিকা চালু হয়। কিন্তু এবার বিশেষ কোনও রাজ্য বা প্রদেশ নয়, সর্বোচ্চ আদালতের নির্দেশে গোটা দেশের সব সিনেমা হলেই সিনেমা শুরুর আগে বাজাতে হবে জাতীয় সঙ্গীত ৷
বাংলা খবর/ খবর/দেশ/
সিনেমায় জাতীয় সঙ্গীত বাজলে দর্শকদের উঠে দাঁড়ানো বাধ্যতামূলক নয়: সুপ্রিম কোর্ট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement