Kunal Kamra: গ্রেফতারির প্রয়োজন নেই, কুণাল কামরা প্রসঙ্গে মন্তব্য বোম্বে হাইকোর্টের
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
হাস্যকৌতুকশিল্পী কুণাল কামরাকে গ্রেফতারির থেকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল বোম্বে হাইকোর্ট।
মুম্বই: হাস্যকৌতুকশিল্পী কুণাল কামরাকে গ্রেফতারির থেকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল বোম্বে হাইকোর্ট। তার একটি মন্তব্য ঘিরে দেশজুড়ে শুরু হয়েছিল শোরগোল। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নাম না করে ‘গদ্দার’ অর্থাৎ ‘বিশ্বাসঘাতক’ বলেন তিনি। তারপর থেকেই তার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হতে থাকে।
বুধবার, বিচারপতি সারাং কোটওয়াল এবং শ্রীরাম মোদকের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। এই শুনানি শেষেই আদালত কুণালকে এখনই গ্রেফতার না করার নির্দেশ দিয়েছে।
এই প্রসঙ্গে আদালতের পর্যবেক্ষণ, “চূড়ান্ত রায় না বেরনো পর্যন্ত আবেদনকারীকে গ্রেফতার করা যাবে না।”
advertisement
এই প্রসঙ্গে আদালত জানায়, “যেহেতু ভারতীয় আইনের ৩৫(৩) ধারায় মামলা নথিভুক্ত হয়েছে সেক্ষেত্রে গ্রেফতারি প্রয়োজন নয়। আর সম্পূর্ণ ঘটনা বিবরণ জানার পরে গ্রেফতারির প্রসঙ্গও আসছে না।”
advertisement
প্রসঙ্গত, একনাথ শিন্ডে প্রসঙ্গে কুণালের ‘বিশ্বাসঘাতক’ উক্তির পরেই সরগরম হয়ে ওঠে মহারাষ্ট্রের রাজনীতি। খার থানায় কুণালের নামে অভিযোগ দায়ের হয়। এছাড়াও, আরও বিভিন্ন জায়গা থেকেও কুণালের নামে অভিযোগ জমা পড়তে থাকে। হুমকি ফোনও পেতে থাকেন তিনি।
advertisement
এফআইআরের পাল্টা পিটিশন জমা দেন তিনি। সেখানে তিনি ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ১৯ (১) (ক), বাক স্বাধীনতা এবং ২১ নম্বর, জীবন-জীবিকার অধিকার প্রসঙ্গ তুলে ধরেন।
আদতে তামিলনাড়ুর বাসিন্দা একই মামলায় গতমাসেই মাদ্রাজ হাইকোর্ট থেকে আগাম অন্তর্বর্তী জামিন নিয়েছিলেন। এছাাড়ও, মুম্বই পুলিশের পক্ষ থেকে তিনবার তাঁকে সমন পাঠানো হলেও তিনি তা এড়িয়ে গিয়েছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 16, 2025 9:00 PM IST