News18 Rising Bharat Summit: ‘কীভাবে উদার গণতন্ত্র চালাতে হয় ভারত জানে’, রাইজিং ভারত সামিটে বললেন সালভাতোর ব্যাবোনস

Last Updated:

‘উত্তর-ঔপনিবেশিক কালে ভারতই বিশ্বের একমাত্র দেশ, যাদের কাছে উদার গ্ণতন্ত্র চালানোর মন্ত্র রয়েছে’। সিএনএন-নিউজ ১৮-এর রাইজিং ভারত সামটি ২০২৪-এ উপস্থিত হয়ে এ কথা বললেন আমেরিকান সমাজবিজ্ঞানী এবং সিডনি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সালভাতোর ব্যাবোনস।

‘কীভাবে উদার গণতন্ত্র চালাতে হয় ভারত জানে’, রাইজিং ভারত সামিটে বললেন সালভাতোর ব্যাবোনস
‘কীভাবে উদার গণতন্ত্র চালাতে হয় ভারত জানে’, রাইজিং ভারত সামিটে বললেন সালভাতোর ব্যাবোনস
নয়াদিল্লি: ‘উত্তর-ঔপনিবেশিক কালে ভারতই বিশ্বের একমাত্র দেশ, যাদের কাছে উদার গ্ণতন্ত্র চালানোর মন্ত্র রয়েছে’। সিএনএন-নিউজ ১৮-এর রাইজিং ভারত সামটি ২০২৪-এ উপস্থিত হয়ে এ কথা বললেন আমেরিকান সমাজবিজ্ঞানী এবং সিডনি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সালভাতোর ব্যাবোনস।
সামিটে সালভাতোর বলেন, ‘ভারতে গ্ণতন্ত্র রয়েছে। উদার গণতন্ত্র রয়েছে। এবং একটি শক্তিশালী উদার গনতন্ত্র রয়েছে…’ভারতে উদার গণতন্ত্র নেই’ বলতেই পছন্দ করেন ভারতের সমালোচকরা। ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপ এবং অষ্ট্রেলিয়ার প্রতিষ্ঠানের আদলে তৈরি। বিশ্বের সর্বত্র এর কদর রয়েছে। প্রকৃতপক্ষে ভারত বিশ্বের একমাত্র উত্তর-ঔপনিবেশিক, ঐতিহ্যশালী দেশ, যাদের কাছে কীভাবে উদার গণতন্ত্র চালাতে হয় সেই রহস্যময় মন্ত্র রয়েছে’।
advertisement
advertisement
সম্প্রতি নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) লাগু হয়েছে সারা দেশে। সেই নিয়ে চলছে তুমুল বিতর্ক। সিএএ-র বিরুদ্ধে সরব বিরোধীরা। তবে ব্যাবোনস বলছেন, এটা ‘ভাল নীতি’। তাঁর কথায়, ‘এটা শুধুমাত্র ভারতেই সম্ভব। কারণ এ দেশের অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং গণতন্ত্র রয়েছে’।
advertisement
এখানেই থামেননি সালভাতোর। তিনি আরও বলেন, ‘শুধু পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান নয়, এই গোটা অঞ্চলের মানুষ ভারতে আশ্রয় নিতে চান, কারণ এ দেশে স্বাধীনভাবে থাকা যায়, যা তাঁরা নিজেদের দেশে পান না’।
বছর দুয়েক আগে একটি সাক্ষাৎকারে ভারতের বুদ্ধিজীবীদের ভারত বিরোধী আখ্যা দিয়েছিলেন সালভাতোর ব্যাবোনস। সেই নিয়ে তীব্র বিতর্কও হয়। এদিন তার ব্যাখ্যা দেন তিনি। সালভাতোরের বক্তব্য, পশ্চিমি মিডিয়ায় ভারত সম্পর্কে অধিকাংশ নেতিবাচক প্রতিবেদন ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত বুদ্ধিজীবীরাই লেখেন।
advertisement
সালভাতোর বলেন, ‘আমি কোনও ব্যক্তির কথা বলিনি। ভারত-বিরোধী শ্রেণীর কথা বলেছি। অষ্ট্রেলিয়ার বুদ্ধিজীবী শ্রেণীকে অস্ট্রেলিয়ার বিরোধিতা করতে দেখা যায়। আমেরিকার বুদ্ধিজীবী শ্রেণী ক্রমাগত মার্কিন যুক্তরাষ্ট্র এবং এখানকার প্রতিষ্ঠানগুলির সমালোচনা করে।
এতে অবাক হওয়ার কিছু নেই। ঠিক সেভাবেই আমি ভারতীয়দের বোঝাতে চেয়েছিলাম, কোনও পশ্চিমা বিশেষজ্ঞ এদেশে এসে নেতিবাচক রিপোর্টিং করে না, সেটা এক শ্রেণীর ভারতীয়রাই করে। যারা পশ্চিমের আউটলেটগুলিতে লেখালিখি করেন, পশ্চিমের অ্যাকাডেমিক সম্মেলনে বক্তৃতা করতে যান। ভারত সম্পর্কে নেতিবাচক ধারণা এঁদেরই দান’।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
News18 Rising Bharat Summit: ‘কীভাবে উদার গণতন্ত্র চালাতে হয় ভারত জানে’, রাইজিং ভারত সামিটে বললেন সালভাতোর ব্যাবোনস
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement