News18 Rising Bharat Summit: ‘কীভাবে উদার গণতন্ত্র চালাতে হয় ভারত জানে’, রাইজিং ভারত সামিটে বললেন সালভাতোর ব্যাবোনস

Last Updated:

‘উত্তর-ঔপনিবেশিক কালে ভারতই বিশ্বের একমাত্র দেশ, যাদের কাছে উদার গ্ণতন্ত্র চালানোর মন্ত্র রয়েছে’। সিএনএন-নিউজ ১৮-এর রাইজিং ভারত সামটি ২০২৪-এ উপস্থিত হয়ে এ কথা বললেন আমেরিকান সমাজবিজ্ঞানী এবং সিডনি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সালভাতোর ব্যাবোনস।

‘কীভাবে উদার গণতন্ত্র চালাতে হয় ভারত জানে’, রাইজিং ভারত সামিটে বললেন সালভাতোর ব্যাবোনস
‘কীভাবে উদার গণতন্ত্র চালাতে হয় ভারত জানে’, রাইজিং ভারত সামিটে বললেন সালভাতোর ব্যাবোনস
নয়াদিল্লি: ‘উত্তর-ঔপনিবেশিক কালে ভারতই বিশ্বের একমাত্র দেশ, যাদের কাছে উদার গ্ণতন্ত্র চালানোর মন্ত্র রয়েছে’। সিএনএন-নিউজ ১৮-এর রাইজিং ভারত সামটি ২০২৪-এ উপস্থিত হয়ে এ কথা বললেন আমেরিকান সমাজবিজ্ঞানী এবং সিডনি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সালভাতোর ব্যাবোনস।
সামিটে সালভাতোর বলেন, ‘ভারতে গ্ণতন্ত্র রয়েছে। উদার গণতন্ত্র রয়েছে। এবং একটি শক্তিশালী উদার গনতন্ত্র রয়েছে…’ভারতে উদার গণতন্ত্র নেই’ বলতেই পছন্দ করেন ভারতের সমালোচকরা। ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপ এবং অষ্ট্রেলিয়ার প্রতিষ্ঠানের আদলে তৈরি। বিশ্বের সর্বত্র এর কদর রয়েছে। প্রকৃতপক্ষে ভারত বিশ্বের একমাত্র উত্তর-ঔপনিবেশিক, ঐতিহ্যশালী দেশ, যাদের কাছে কীভাবে উদার গণতন্ত্র চালাতে হয় সেই রহস্যময় মন্ত্র রয়েছে’।
advertisement
advertisement
সম্প্রতি নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) লাগু হয়েছে সারা দেশে। সেই নিয়ে চলছে তুমুল বিতর্ক। সিএএ-র বিরুদ্ধে সরব বিরোধীরা। তবে ব্যাবোনস বলছেন, এটা ‘ভাল নীতি’। তাঁর কথায়, ‘এটা শুধুমাত্র ভারতেই সম্ভব। কারণ এ দেশের অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং গণতন্ত্র রয়েছে’।
advertisement
এখানেই থামেননি সালভাতোর। তিনি আরও বলেন, ‘শুধু পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান নয়, এই গোটা অঞ্চলের মানুষ ভারতে আশ্রয় নিতে চান, কারণ এ দেশে স্বাধীনভাবে থাকা যায়, যা তাঁরা নিজেদের দেশে পান না’।
বছর দুয়েক আগে একটি সাক্ষাৎকারে ভারতের বুদ্ধিজীবীদের ভারত বিরোধী আখ্যা দিয়েছিলেন সালভাতোর ব্যাবোনস। সেই নিয়ে তীব্র বিতর্কও হয়। এদিন তার ব্যাখ্যা দেন তিনি। সালভাতোরের বক্তব্য, পশ্চিমি মিডিয়ায় ভারত সম্পর্কে অধিকাংশ নেতিবাচক প্রতিবেদন ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত বুদ্ধিজীবীরাই লেখেন।
advertisement
সালভাতোর বলেন, ‘আমি কোনও ব্যক্তির কথা বলিনি। ভারত-বিরোধী শ্রেণীর কথা বলেছি। অষ্ট্রেলিয়ার বুদ্ধিজীবী শ্রেণীকে অস্ট্রেলিয়ার বিরোধিতা করতে দেখা যায়। আমেরিকার বুদ্ধিজীবী শ্রেণী ক্রমাগত মার্কিন যুক্তরাষ্ট্র এবং এখানকার প্রতিষ্ঠানগুলির সমালোচনা করে।
এতে অবাক হওয়ার কিছু নেই। ঠিক সেভাবেই আমি ভারতীয়দের বোঝাতে চেয়েছিলাম, কোনও পশ্চিমা বিশেষজ্ঞ এদেশে এসে নেতিবাচক রিপোর্টিং করে না, সেটা এক শ্রেণীর ভারতীয়রাই করে। যারা পশ্চিমের আউটলেটগুলিতে লেখালিখি করেন, পশ্চিমের অ্যাকাডেমিক সম্মেলনে বক্তৃতা করতে যান। ভারত সম্পর্কে নেতিবাচক ধারণা এঁদেরই দান’।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
News18 Rising Bharat Summit: ‘কীভাবে উদার গণতন্ত্র চালাতে হয় ভারত জানে’, রাইজিং ভারত সামিটে বললেন সালভাতোর ব্যাবোনস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement