বিহারে চূড়ান্ত আসন-রফা, নীতীশের কাছে মাথা নোয়ালেন অমিত

Last Updated:
#পটনা: বিহারে আসনরফা করে ফেলল এনডিএ ৷ শেষমেষ ফিফটি-ফিফটি-তেই হল আসনরফা ৷ ১৯-র নির্বাচনে সমান সমান আসনে লড়বে অমিত-নীতীশ ৷
কিছুদিন আগেই এনডিএ জোট ছেড়েছে উপেন্দ্র কুশওয়াহা ৷ তাই শরিকদের খুশি রাখতেও এদিন তৎপর ছিলেন অমিত শাহ ৷ লোকসভা ভোটে বিহারে এনডিএ জোট শরিকই শুধু নয়, আসন ভাগের কথাও ঘোষণা করে দিলেন অমিত শাহ ৷
রবিবার নীতীশ কুমার, রামবিলাস পাসোয়ান এবং তাঁর ছেলে চিরাগ পাসোয়ানকে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন অমিত শাহ ৷ সেই সাংবাদিক সম্মেলনেই অমিত বলেন, বিহারের মোট লোকসভা আসন ৪০ ৷ ১৭টি আসনে লড়বে বিজেপি ৷ অন্যদিকে, ১৭টি আসনেই লড়বে জেডিইউ ৷ ৬টি আসনে লড়বে লোক জনশক্তি পার্টি ৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, ‘আমরা সকলে একসঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করব ৷ তাহলে আমাদের কেউ রুখতে পারবে না ৷’
আসন বন্টন নিয়ে বেশ কয়েকদিন ধরে বিজেপির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটছিল রামবিলাস পাসোয়ানের ৷ আর তা নিয়ে বেশ কয়েকবার সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন চিরাগ পাসোয়ান ৷ এবার সেই সমস্ত বিতর্কের অবসান ঘটল এক নিমেষে ৷ আসন বন্টনের কথা ঘোষণা করার পরেই অমিত শাহ-কে ধন্যবাদ জানালেন রামবিলাস ৷ পাশাপাশি ধন্যবাদ জানাতে ভুললেন না অরুণ জেটলিকেও ৷
advertisement
গত লোকসভা ভোটে বিহারে ২২টি আসনে জিতেছিল বিজেপি। কিন্তু এবার লড়বে মাত্র ১৭টিতে। ১৭টি আসনে লড়বে নীতীশ কুমারের জেডিইউ। আর ছ’টি আসনে লড়বে রামবিলাস পাসোয়ানের এলজেপি। রামবিলাসকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্তও হয়েছে। এছাড়া, উত্তরপ্রদেশ বা ঝাড়খণ্ডেও লোকসভার একটি আসন ছেড়ে দেওয়া হবে রামবিলাসের দলকে। এর আগে লোক জনশক্তি পার্টি জোট ছাড়ার হুমকি দিতেই সক্রিয় হন বিজেপি নেতৃত্ব। অমিত শাহ, অরুণ জেটলি দফায় দফায় বৈঠক করেন রামবিলাস ও তাঁর ছেলে চিরাগের সঙ্গে। শেষ পর্যন্ত আজ অমিত শাহ-নীতীশ কুমার-রামবিলাস জোট ফর্মুলা ঘোষণা করলেন। ইতিমধ্যেই বিহারে এনডিএ জোট ছেড়ে ইউপিএ-তে যোগ দিয়েছে উপেন্দ্র কুশওয়াহার দল।
বাংলা খবর/ খবর/দেশ/
বিহারে চূড়ান্ত আসন-রফা, নীতীশের কাছে মাথা নোয়ালেন অমিত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement