Hyderabad Encounter: খুশি জাতীয় মহিলা কমিশন, পুলিশের উপর পুষ্পবৃষ্টি-মিষ্টিমুখ শুরু হায়দরাবাদে
Last Updated:
এনকাউন্টারে ৪ অভিযুক্তের মৃত্যুর খবর পুলিশ নিশ্চিত করতেই, ঘটনাস্থলে জড়ো হয়েছে কয়েক হাজার স্থানীয় বাসিন্দা৷ তাঁরা পুষ্পবৃষ্টি করছেন পুলিশকর্মীদের উপর৷
#নয়াদিল্লি: ভোর সাড়ে ৩টেয় হায়দরাবাদে গণধর্ষণ ও খুনের ঘটনায় ৪ অভিযুক্তের মৃত্যু হয়েছে পুলিশের সঙ্গে এনকাউন্টারে৷ ঘটনায় হায়দরাবাদ পুলিশের পাশে দাঁড়াল জাতীয় মহিলা কমিশন৷ হায়দরাবাদ পুলিশকে অভিনন্দন জানালেন জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা৷ অন্যদিকে হায়দরাবাদ পুলিশকর্মীদের মাথায় পুষ্পবৃষ্টি শুরু করেছে সাধারণ মানুষ৷ পুলিশকে মিষ্টি খাওয়াচ্ছেন হায়দরাবাদের বাসিন্দারা৷
Rekha Sharma, National Commission for Women on #Telangana encounter: We always demanded death penalty for them, and here police is the best judge, I don't know in what circumstances this happened. https://t.co/cCfPbqy3rB pic.twitter.com/mG66un7DBv
— ANI (@ANI) December 6, 2019
advertisement
advertisement
জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের কথায়, 'একজন সাধারণ নাগরিক হিসেবে আমি খুবই খুশি৷ আমরা তো এটাই চেয়েছিলাম৷ কিন্তু এই শেষটা বোধ হয় আইনি প্রক্রিয়ায় ঘটতে পারত৷ এটা একটি বিচারপ্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত ছিল৷ আমরা সব সময়ই দোষীদের মৃত্যুদণ্ড চেয়েছি৷ আমি জানি না, এই ঘটনাটি কোন পরিপ্রেক্ষিতে ঘটল৷'
এ দিকে এনকাউন্টারে ৪ অভিযুক্তের মৃত্যুর খবর পুলিশ নিশ্চিত করতেই, ঘটনাস্থলে জড়ো হয়েছে কয়েক হাজার স্থানীয় বাসিন্দা৷ তাঁরা পুষ্পবৃষ্টি করছেন পুলিশকর্মীদের উপর৷
advertisement
Hyderabad: Locals had showered rose petals on Police personnel at the spot where accused in the rape and murder of the woman veterinarian were killed in an encounter earlier today pic.twitter.com/66pOxK1C2b — ANI (@ANI) December 6, 2019
সমাজকর্মী তৃপ্তি দেশাইয়ের কথায়, 'আমাদের সমাজের কাছে এই ঘটনা একটি ভালো উদাহরণ৷ এ বার ধর্ষকরা অপরাধের আগে দু'বার ভাববে৷ পুলিশ এনকাউন্টারে মৃত্যুর ভয় পাবে৷'
advertisement
এই ভাবে এনকাউন্টারে অভিযুক্তের মৃ্ত্যু তেলঙ্গানায় এই নিয়ে দ্বিতীয় বার৷ দু'বারই মহিলার বিরুদ্ধে অপরাধে অভিযুক্তদের মৃত্যু হয়েছে৷ ২০০৮ সালের ডিসেম্বরে এক তরুণীকে অ্যাসিড হামলায় ঘটনায় অভিযুক্তকে ওয়ারাঙ্গল পুলিশ এনকাউন্টারে খতম করে৷ বর্তমানে সাইবারাবাদ পুলিশের কমিশনার ভিসি সজ্জানার তখন ছিলেন ওয়ালাঙ্গলের পুলিশ সুপার৷
Location :
First Published :
December 06, 2019 11:07 AM IST