Nasik Bus Accident: দুর্ঘটনায় ভোররাতে বসে আগুন! প্রাণ বাঁচাতে বাস থেকে ঝাঁপের চেষ্টা যাত্রীদের,৮ মৃত
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা৷
#নাসিক: শনিবার ভোরে মহারাষ্ট্রের নাসিকে একটি বাসে ভয়াবহ আগুন লেগে অন্তত ৮ জন নিহত হয়েছে। মৃত ও আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নাসিক পুলিশ জানিয়েছে যে তারা এখনও মৃত্যুর সঠিক সংখ্যা নিশ্চিত করার চেষ্টা করছে৷ নাসিক পুলিশ জানিয়েছে, গতকাল রাতে নাসিকে বাসে আগুন লেগে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সংখ্যাটা আরও বাড়বে বলে আশঙ্কা৷ ভোররাতে ঘটা এই ঘটনা সম্পর্কে এখনও পুরো তথ্য হাতে পায়নি পুলিশ।
advertisement
ইয়াভাতমাল থেকে মুম্বাইগামী একটি বিলাসবহুল বাসের একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এরপর বাসটিতে আগুন ধরে যায়। তথ্য অনুযায়ী, দুর্ঘটনা এতটাই মারাত্মক ছিল যে সংঘর্ষের পর বাসটি ৫০-৬০ ফুট খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই বাসটিতে আগুন ধরে যায়। তখন বাসে আটকে যাত্রীরা প্রাণ ভয়ে বাঁচাতে বাস থেকে লাফ দেওয়ার চেষ্টা করেন। এভাবে বহু যাত্রী গুরুতর আহত হয়েছেন৷ আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাসে প্রায় ৩০ থেকে ৩২ জন ছিলেন।
advertisement
Maharashtra | At least 8 people dead after a bus caught fire in Nashik last night. Bodies & injured people have been taken to hospital, we're still trying to ascertain the exact number of deaths with doctor's confirmation: Nashik Police
— ANI (@ANI) October 8, 2022
advertisement
Maharashtra | Nashik Police confirms that several people are feared to be dead as a bus caught fire in Nashik last night. Further details awaited. pic.twitter.com/s75A6RnYHO
— ANI (@ANI) October 8, 2022
নাসিক পুলিশ জানিয়েছে, শনিবার ভোর ৫.১৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। পথ দুর্ঘটনার পর বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৮ যাত্রী নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। বলা হচ্ছে, নাসিক-ঔরঙ্গাবাদের পথে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 08, 2022 7:58 AM IST