Nasik Bus Accident: দুর্ঘটনায় ভোররাতে বসে আগুন! প্রাণ বাঁচাতে বাস থেকে ঝাঁপের চেষ্টা যাত্রীদের,৮ মৃত

Last Updated:

মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা৷

Photo Courtesy: ANI
Photo Courtesy: ANI
#নাসিক: শনিবার ভোরে মহারাষ্ট্রের নাসিকে একটি বাসে ভয়াবহ আগুন লেগে অন্তত ৮ জন নিহত হয়েছে। মৃত ও আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নাসিক পুলিশ জানিয়েছে যে তারা এখনও মৃত্যুর সঠিক সংখ্যা নিশ্চিত করার চেষ্টা করছে৷ নাসিক পুলিশ জানিয়েছে, গতকাল রাতে নাসিকে বাসে আগুন লেগে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সংখ্যাটা আরও বাড়বে বলে আশঙ্কা৷ ভোররাতে ঘটা এই ঘটনা সম্পর্কে এখনও পুরো তথ্য হাতে পায়নি পুলিশ।
advertisement
ইয়াভাতমাল থেকে মুম্বাইগামী একটি বিলাসবহুল বাসের একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এরপর বাসটিতে আগুন ধরে যায়। তথ্য অনুযায়ী, দুর্ঘটনা এতটাই মারাত্মক ছিল যে সংঘর্ষের পর বাসটি ৫০-৬০ ফুট খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই বাসটিতে আগুন ধরে যায়। তখন বাসে আটকে যাত্রীরা প্রাণ ভয়ে বাঁচাতে বাস থেকে লাফ দেওয়ার চেষ্টা করেন। এভাবে বহু যাত্রী গুরুতর আহত হয়েছেন৷ আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাসে প্রায় ৩০ থেকে ৩২ জন ছিলেন।
advertisement
advertisement
নাসিক পুলিশ জানিয়েছে, শনিবার ভোর ৫.১৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। পথ দুর্ঘটনার পর বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৮ যাত্রী নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। বলা হচ্ছে, নাসিক-ঔরঙ্গাবাদের পথে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Nasik Bus Accident: দুর্ঘটনায় ভোররাতে বসে আগুন! প্রাণ বাঁচাতে বাস থেকে ঝাঁপের চেষ্টা যাত্রীদের,৮ মৃত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement