‘মিথ্যে’ বলছেন মোদি : বিশাল দালদানি

Last Updated:
#নয়াদিল্লি: ২০১৪ থেকে ২০১৯ সাল ৷ পাঁচ বছরের শাসনকালে ৩ দিন, ৭ দিন, ১১ দিন কিংবা খুব বেশি হলে একমাস ৷ এই সময়সীমার মধ্যেই ধর্ষকদের ফাঁসি দেওয়া হয়েছে ৷ সুরাতের একটি জনসভায় এমনটাই দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু আদৌ কি এই কথাটা সত্যি ? নির্ভয়া, আসিফা কোনও ধর্ষণকাণ্ডেই আজ পর্যন্ত অভিযুক্তদের ফাঁসি দেওয়া হয়নি ৷ তাহলে মোদির এই কথাটির সত্যতা কোথায় ? এমনটাই দাবি করলেন বিশাল দালদানি ৷
শুক্রবার একটি ট্যুইটে এই প্রসঙ্গে নরেন্দ্র মোদির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিশাল ৷ তাঁর দাবি, ‘মোদি মিথ্যে বলছেন ৷’
নরেন্দ্র মোদির উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বিশাল বলেন, ‘পাঁচ বছরের সময়সীমায় একজন ধর্ষকেরও কি ফাঁসি হয়েছে ? আপনি নিজেই বলুন স্যার ৷ নির্ভয়া, আসিফা কাণ্ডে অভিযুক্ত ধর্ষকদের শাস্তি হয়নি ৷ উন্নাও শিশু ধর্ষণ কাণ্ডে জড়িত বিজেপি সাংসদ সেনগারও বহাল তবিয়তে রয়েছেন ৷’
advertisement
advertisement
গত ৩০ জানুয়ারি সুরাতে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই জনসভা থেকেই মোদি বলেন, ‘দেশে এখনও ধর্ষণের ঘটনা ঘটছে ৷ যা খুবই দু:খজনক ৷ কিন্তু এহেন ঘৃণ্য ঘটনা ঘটলেও ধর্ষকদের শাস্তিও দেওয়া হচ্ছে ৷ কোনও ক্ষেত্রে সেটি ৩ দিন হচ্ছে ৷ আবার কোনও কোনও ক্ষেত্রে সেটি ১ মাস ৷ তবে, আমাদের দেশের মেয়েদের সঙ্গে ন্যায়বিচার হচ্ছে ৷’ মোদির এই মন্তব্যের প্রেক্ষিতেই তাঁকে কটাক্ষ করলেন দালদানি ৷
advertisement
বিশাল আরও বলেন, ‘আমরা সকলেই জানি নির্বাচন সামনে ৷ কিন্তু আমাদের দেশের মহিলা এবং মেয়েদের জীবনের কষ্টকে রাজনীতির আঙিনায় আনবেন না ৷’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘মিথ্যে’ বলছেন মোদি : বিশাল দালদানি
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement