‘মিথ্যে’ বলছেন মোদি : বিশাল দালদানি
Last Updated:
#নয়াদিল্লি: ২০১৪ থেকে ২০১৯ সাল ৷ পাঁচ বছরের শাসনকালে ৩ দিন, ৭ দিন, ১১ দিন কিংবা খুব বেশি হলে একমাস ৷ এই সময়সীমার মধ্যেই ধর্ষকদের ফাঁসি দেওয়া হয়েছে ৷ সুরাতের একটি জনসভায় এমনটাই দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু আদৌ কি এই কথাটা সত্যি ? নির্ভয়া, আসিফা কোনও ধর্ষণকাণ্ডেই আজ পর্যন্ত অভিযুক্তদের ফাঁসি দেওয়া হয়নি ৷ তাহলে মোদির এই কথাটির সত্যতা কোথায় ? এমনটাই দাবি করলেন বিশাল দালদানি ৷
শুক্রবার একটি ট্যুইটে এই প্রসঙ্গে নরেন্দ্র মোদির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিশাল ৷ তাঁর দাবি, ‘মোদি মিথ্যে বলছেন ৷’
নরেন্দ্র মোদির উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বিশাল বলেন, ‘পাঁচ বছরের সময়সীমায় একজন ধর্ষকেরও কি ফাঁসি হয়েছে ? আপনি নিজেই বলুন স্যার ৷ নির্ভয়া, আসিফা কাণ্ডে অভিযুক্ত ধর্ষকদের শাস্তি হয়নি ৷ উন্নাও শিশু ধর্ষণ কাণ্ডে জড়িত বিজেপি সাংসদ সেনগারও বহাল তবিয়তে রয়েছেন ৷’
advertisement
advertisement
গত ৩০ জানুয়ারি সুরাতে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই জনসভা থেকেই মোদি বলেন, ‘দেশে এখনও ধর্ষণের ঘটনা ঘটছে ৷ যা খুবই দু:খজনক ৷ কিন্তু এহেন ঘৃণ্য ঘটনা ঘটলেও ধর্ষকদের শাস্তিও দেওয়া হচ্ছে ৷ কোনও ক্ষেত্রে সেটি ৩ দিন হচ্ছে ৷ আবার কোনও কোনও ক্ষেত্রে সেটি ১ মাস ৷ তবে, আমাদের দেশের মেয়েদের সঙ্গে ন্যায়বিচার হচ্ছে ৷’ মোদির এই মন্তব্যের প্রেক্ষিতেই তাঁকে কটাক্ষ করলেন দালদানি ৷
advertisement
বিশাল আরও বলেন, ‘আমরা সকলেই জানি নির্বাচন সামনে ৷ কিন্তু আমাদের দেশের মহিলা এবং মেয়েদের জীবনের কষ্টকে রাজনীতির আঙিনায় আনবেন না ৷’
LIE! Name one rapist who has been hung in your term, Sir. Nirbhaya's rapists, Asifa's rapists, even Unnao child-rape-accused BJP MLA Sengar are still alive and well.@narendramodi ji, we know elections are near, but don't turn the pain of Indian women & girls into propaganda.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 01, 2019 8:19 PM IST