Narendra Modi on Bihar Election Results: 'বিহারের ফল বাংলা দখলের পথ প্রশস্ত করল!' লক্ষ্য এবার পশ্চিমবঙ্গ, বিজয় ভাষণে হুঙ্কার মোদির

Last Updated:

বিহারে বিজেপি এবং এনডিএ-এর একতরফা জয়ের আভাস পাওয়ার পর থেকেই বাংলা দখলের হুঙ্কার ছাড়তে শুরু করেন বিজেপি নেতারা৷

শুক্রবার বিজেপি সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
শুক্রবার বিজেপি সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
বিহার বিধানসভা নির্বাচনের ফল বিজেপি-র বাংলা জয়ের পথকে প্রশস্ত করল৷ বিহারে গেরুয়া ঝড়ে বিরোধীদের মহাজোটকে ধরাশায়ী করার পর এমন দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এ দিন সন্ধ্যায় নয়াদিল্লিতে বিজেপি সদর দফতরে ভাষণ দিতে গিয়ে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী৷
অতীতের সব রেকর্ড ভেঙে এবারই বিহারে বিধানসভা ভোটে সবথেকে বেশি আসনে জয়ী হয়েছে বিজেপি এবং এনডিএ৷ ১০১টি আসনে লড়ে বিজেপি একক ভাবে ৯০টির বেশি আসনে জয় কার্যত নিশ্চিত করে ফেলেছে৷ সামগ্রিক ভাবে এনডিএ জোট এগিয়ে দুশোর বেশি আসনে৷ এই ফলাফলে উদ্ধুদ্ধ হয়েই বাংলা দখলের হুঙ্কার ছেড়েছেন মোদি৷
আগামী বছরই পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে ভোট রয়েছে৷ সেই প্রসঙ্গ টেনেই প্রধানমন্ত্রী বলেন, আজকের এই জয় কেরল, তামিলনাড়ু, পুদুচেরী, অসম এবং বাংলার বিজেপি নেতাকর্মীদেরও নতুন করে উৎসাহিত করেছে৷ গঙ্গা মা-ও বিহার হয়ে বাংলাতেই যায়৷ বিহার বাংলার বিজয়ের পথ প্রশস্ত করেছে। বাংলার মানুষদের আশ্বস্ত করছি, এবার বাংলা থেকেও জঙ্গলরাজকে উপড়ে ফেলবে বিজেপি৷
advertisement
advertisement
এ দিন বিহারে বিজেপি এবং এনডিএ-এর একতরফা জয়ের আভাস পাওয়ার পর থেকেই বাংলা দখলের হুঙ্কার ছাড়তে শুরু করেন বিজেপি নেতারা৷ তৃণমূল কংগ্রেসের অবশ্য পাল্টা দাবি, বিহারের ফল বাংলায় কোনও প্রভাব ফেলবে না৷ বাংলার রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ আলাদা বলেই দাবি করেছে তৃণমূল নেতৃত্ব৷
এ দিন বিহারের ফল নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসকেই সবথেকে বেশি কটাক্ষ এবং আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী৷ কটাক্ষের সুরেই তিনি বলেন, আমি এর আগেও কংগ্রেসের সহযোগীদের সাবধান করেছিলাম। যে কংগ্রেস পরজীবী। কংগ্রেস সহযোগীদের ভোট কেটে নিজে ফেরত আসার চেষ্টা করছে৷ আজ আরজেডি বিহারে চুপ করে গিয়েছে৷ দু’পক্ষের ঝগড়া এবার প্রকাশ্যে আসতে চলেছে খুব তাড়াতাড়ি৷ ⁠আমার তো আশঙ্কা, আগামী দিনে কংগ্রেসের আরও বড় একটা না বিভাজন হয়৷ কংগ্রেস একবার ক্ষমতা থেকে গেলে আর ফেরেনি। লোকসভা নির্বাচনের পর ৬টি বিধানসভা নির্বাচনে কংগ্রেস ১০০-র ঘর পেরোয়নি। আজ একটি নির্বাচনে আমাদের যতজন বিধায়ক জয়ী হয়েছেন কংগ্রেস ৬টা বিধানসভা মিলিয়ে ততগুলি আসন জেতেনি৷
advertisement
মোদি দাবি করেন, আগামী ৫ বছরে বিহার আরও দ্রুত গতিতে এগোবে। বিহারে বিনিয়োগ আসবে। তরুণ প্রজন্মের কাজ হবে। পর্যটনের বিকাশ হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi on Bihar Election Results: 'বিহারের ফল বাংলা দখলের পথ প্রশস্ত করল!' লক্ষ্য এবার পশ্চিমবঙ্গ, বিজয় ভাষণে হুঙ্কার মোদির
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement