পাটুলিতে বৃদ্ধের রহস্যমৃত্যু, বাড়ির পাশেই উদ্ধার রক্তাক্ত দেহ

Last Updated:
#কলকাতা: পাটুলিতে বৃদ্ধের রহস্যমৃত্যু। বাড়ির পাশের জমি থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। খুন, আত্মহত্যা না দুর্ঘটনা? আশি বছরের নিরঞ্জন চৌধুরীর মৃত্যুতে উঠছে নানা প্রশ্ন।
পাটুলির বাড়িতে একাই থাকতেন আশি বছরের নিরঞ্জন চৌধুরী। দেখভালের জন্য ছিলেন আয়া ও পরিচারিকা। গল্ফগ্রিনের একটি বেসরকারি সংস্থাও নিয়মিত তাঁর খোঁজখবর নিত। বুধবার সকালে বাড়ির পাশের জমি থেকে উদ্ধার হয় তাঁর রক্তাক্ত দেহ।
খুন, আত্মহত্যা না দুর্ঘটনা? বৃদ্ধের মৃত্যুতে উঠছে প্রশ্ন। পুলিশের প্রাথমিক অনুমান, বাড়ির ছাদ থেকে সরাসরি পাশের জমিতে পড়েন নিরঞ্জন। তাঁর মাথায় আঘাতের চিহ্ন মিলেছে। একটি পা-ও ভাঙা ছিল বলে জানিয়েছে পুলিশ।
advertisement
advertisement
গত বছর ডিসেম্বরে মারা যান নিরঞ্জনের স্ত্রী। তাঁর দেখাশোনার দায়িত্বে থাকা সংস্থার এক কর্মীর দাবি, একাকীত্ব আর অবসাদে ভুগতেন বৃদ্ধ। স্থানীয় সূত্রে খবর, নিরঞ্জনের মেয়ে-জামাই থাকেন দিল্লিতে। ছেলে চাকরি করেন অসমে। মেয়েকে সমস্ত সম্পত্তি লিখে দেওয়ায় ছেলের সঙ্গে সম্পর্ক ভাল ছিল না বৃদ্ধের। তাঁর মৃত্যুর সঙ্গে এসবের কোনও যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখছে পাটুলি থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পাটুলিতে বৃদ্ধের রহস্যমৃত্যু, বাড়ির পাশেই উদ্ধার রক্তাক্ত দেহ
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement