Meerut Murder Crime Details: সৌরভের বুকের উপরে চেপে বসল মুসকান, তার পর...! সেদিন রাতে ঠিক কী হয়েছিল মেরঠের ভাড়া বাড়িতে? জানাল পুলিশ

Last Updated:

সংবাদসংস্থা পিটিআই-কে মেরঠ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সাহিলই মুসকানকে দেখিয়ে দেয় কীভাবে নিজের স্বামীকে খুন করতে হবে৷

News18
News18
মেরঠ: উত্তর প্রদেশের মেরঠে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের হত্যাকাণ্ডের ঘটনায় জেল বন্দি রয়েছে দুই অভিযুক্ত মুসকান রাস্তোগি এবং সাহিল শুক্লা৷ মুসকান মৃত সৌরভের স্ত্রী, সাহিল তার প্রেমিক৷ তদন্তে নেমে পুলিশ প্রথমে দাবি করেছিল, সৌরভকে খুন করার জন্য মুসকানই সাহিলকে রাজি করিয়েছিল৷ এমন কি, সাহিলের মৃত মা সেজে স্ন্যাপচ্যাটেও সৌরভকে খুনের জন্য নিজের প্রেমিককে ভুল বুঝিয়েছিল মুসকান৷
এবার পুলিশি জেরায় পাল্টা সাহিলের বিরুদ্ধেই চাঞ্চল্যকর অভিযোগ আনল মুসকান৷ দ্য ইকোনমিক টাইমস-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, জেরায় মুসকান দাবি করেছে, সৌরভকে খুন করার সময় সাহিলই তাকে নিজের স্বামীর বুকের উপরে চেপে বসতে বলেছিল৷ এর পর ছুরি দিয়ে পর পর তিন বার সৌরভের বুক এফোঁড়ওফোঁড় করে দিতে বলে সাহিল৷ কীভাবে ছুরি দিয়ে আঘাত করতে হবে, তাও মুসকানকে দেখিয়ে দেয় সাহিল৷
advertisement
advertisement
সংবাদসংস্থা পিটিআই-কে মেরঠ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সাহিলই মুসকানকে দেখিয়ে দেয় কীভাবে নিজের স্বামীকে খুন করতে হবে৷ প্রথমে সাহিল মুসকানকে সৌরভের বুকের উপরে বসতে বলে৷ তার পর রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে এসে কীভাবে বুকের কোথায় আঘাত করতে হবে, তাও মুসকানকে দেখিয়ে দিয়েছিল সাহিল৷ পুলিশি জেরায় মুসকান আরও দাবি করেছে, সৌরভকে ছুরি দিয়ে আঘাত করতে সে ইতস্তত করলে সাহিলই হাতে ধরে মুসকানকে দেখিয়ে দেয়, ঠিক কীভাবে ছুরি মারতে হবে৷ মুসকান জেরায় আরও দাবি করেছে, সাহিল তাকে বলেছিল, ‘আমাদের নতুন জীবন শুরু করতে গেলে সৌরভকে মারতে হবে৷’
advertisement
সৌরভের ময়নাতদন্ত রিপোর্টেও উল্লেখ করা হয়, মৃত ওই মার্চেন্ট নেভি অফিসারের হৃদযন্ত্রে ছুরির তিনটি আঘাত ছিল৷ তিন জায়গায় ফুটো হয়ে গিয়েছিল সৌরভের হৃদযন্ত্র৷
গত ৩ মার্চ রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে প্রথমে সৌরভকে অচেতন করে ফেলে মুসকান৷ এর পর প্রেমিক সাহিলকে নিজেদের ভাড়া বাড়িতে আসতে বলে সে৷ সাহিল আসার পরই দু জন মিলে সৌরভকে খুন করে দেহ থেকে মাথা আলাদা করে দেয়৷ পরে সেই দেহ টুকরো টুকরো করে ড্রামে ভরে দু জন হিমাচল প্রদেশে বেড়াতে চলে যায়৷
বাংলা খবর/ খবর/দেশ/
Meerut Murder Crime Details: সৌরভের বুকের উপরে চেপে বসল মুসকান, তার পর...! সেদিন রাতে ঠিক কী হয়েছিল মেরঠের ভাড়া বাড়িতে? জানাল পুলিশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement