Meerut Murder Crime Details: সৌরভের বুকের উপরে চেপে বসল মুসকান, তার পর...! সেদিন রাতে ঠিক কী হয়েছিল মেরঠের ভাড়া বাড়িতে? জানাল পুলিশ

Last Updated:

সংবাদসংস্থা পিটিআই-কে মেরঠ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সাহিলই মুসকানকে দেখিয়ে দেয় কীভাবে নিজের স্বামীকে খুন করতে হবে৷

News18
News18
মেরঠ: উত্তর প্রদেশের মেরঠে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের হত্যাকাণ্ডের ঘটনায় জেল বন্দি রয়েছে দুই অভিযুক্ত মুসকান রাস্তোগি এবং সাহিল শুক্লা৷ মুসকান মৃত সৌরভের স্ত্রী, সাহিল তার প্রেমিক৷ তদন্তে নেমে পুলিশ প্রথমে দাবি করেছিল, সৌরভকে খুন করার জন্য মুসকানই সাহিলকে রাজি করিয়েছিল৷ এমন কি, সাহিলের মৃত মা সেজে স্ন্যাপচ্যাটেও সৌরভকে খুনের জন্য নিজের প্রেমিককে ভুল বুঝিয়েছিল মুসকান৷
এবার পুলিশি জেরায় পাল্টা সাহিলের বিরুদ্ধেই চাঞ্চল্যকর অভিযোগ আনল মুসকান৷ দ্য ইকোনমিক টাইমস-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, জেরায় মুসকান দাবি করেছে, সৌরভকে খুন করার সময় সাহিলই তাকে নিজের স্বামীর বুকের উপরে চেপে বসতে বলেছিল৷ এর পর ছুরি দিয়ে পর পর তিন বার সৌরভের বুক এফোঁড়ওফোঁড় করে দিতে বলে সাহিল৷ কীভাবে ছুরি দিয়ে আঘাত করতে হবে, তাও মুসকানকে দেখিয়ে দেয় সাহিল৷
advertisement
advertisement
সংবাদসংস্থা পিটিআই-কে মেরঠ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সাহিলই মুসকানকে দেখিয়ে দেয় কীভাবে নিজের স্বামীকে খুন করতে হবে৷ প্রথমে সাহিল মুসকানকে সৌরভের বুকের উপরে বসতে বলে৷ তার পর রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে এসে কীভাবে বুকের কোথায় আঘাত করতে হবে, তাও মুসকানকে দেখিয়ে দিয়েছিল সাহিল৷ পুলিশি জেরায় মুসকান আরও দাবি করেছে, সৌরভকে ছুরি দিয়ে আঘাত করতে সে ইতস্তত করলে সাহিলই হাতে ধরে মুসকানকে দেখিয়ে দেয়, ঠিক কীভাবে ছুরি মারতে হবে৷ মুসকান জেরায় আরও দাবি করেছে, সাহিল তাকে বলেছিল, ‘আমাদের নতুন জীবন শুরু করতে গেলে সৌরভকে মারতে হবে৷’
advertisement
সৌরভের ময়নাতদন্ত রিপোর্টেও উল্লেখ করা হয়, মৃত ওই মার্চেন্ট নেভি অফিসারের হৃদযন্ত্রে ছুরির তিনটি আঘাত ছিল৷ তিন জায়গায় ফুটো হয়ে গিয়েছিল সৌরভের হৃদযন্ত্র৷
গত ৩ মার্চ রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে প্রথমে সৌরভকে অচেতন করে ফেলে মুসকান৷ এর পর প্রেমিক সাহিলকে নিজেদের ভাড়া বাড়িতে আসতে বলে সে৷ সাহিল আসার পরই দু জন মিলে সৌরভকে খুন করে দেহ থেকে মাথা আলাদা করে দেয়৷ পরে সেই দেহ টুকরো টুকরো করে ড্রামে ভরে দু জন হিমাচল প্রদেশে বেড়াতে চলে যায়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Meerut Murder Crime Details: সৌরভের বুকের উপরে চেপে বসল মুসকান, তার পর...! সেদিন রাতে ঠিক কী হয়েছিল মেরঠের ভাড়া বাড়িতে? জানাল পুলিশ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement