MP Political Crisis| মাঝরাতে কমলনাথ বললেন, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে প্রস্তুত, বিধায়কদের ভোপাল নিয়ে এল বিজেপি
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ রাজ্যপালের কাছে যান কমলনাথ৷ রাজ্যপাল কমলনাথকে চিঠি দিয়ে জানিয়েছেন, বিধানসভায় আস্থা ভোটের সময় বিধায়করা হাত তুলে সমর্থন করবেন৷ অন্য কোনও উপায়ে নয়৷
#ভোপাল: মধ্যপ্রদেশের ক্ষমতায় বসতে যখন মরিয়া বিজেপি, তখন রবিবার মধ্যরাতে মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি টেন্ডনের কাছে গেলেন মুখ্যমন্ত্রী কমলনাথ৷ মধ্যপ্রদেশে আস্থা ভোট হবে কি না, তা নিয়ে জল্পনা চলছে৷ বিজেপি চাইছে, দ্রুত আস্থা ভোট হোক৷ যদিও রাজ্যপালের কাছে গিয়ে কমলনাথ জানিয়ে এসেছেন, তিনি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে তৈরি৷
Madhya Pradesh Governor has written to CM stating that for voting during trust vote in the Assembly should be done by the 'raising of hands' method. The letter also states that BJP has mentioned in a letter to the Guv that electronic voting system is not available in the Assembly
— ANI (@ANI) March 16, 2020
advertisement
advertisement
রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ রাজ্যপালের কাছে যান কমলনাথ৷ রাজ্যপাল কমলনাথকে চিঠি দিয়ে জানিয়েছেন, বিধানসভায় আস্থা ভোটের সময় বিধায়করা হাত তুলে সমর্থন করবেন৷ অন্য কোনও উপায়ে নয়৷
আজ অর্থাত্ সোমবার মধ্যপ্রদেশ বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হচ্ছে৷ কংগ্রেস ছেড়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপি-তে যাওয়ার সঙ্গে ২২ জন বিধায়কও ইস্তফা দিয়েছেন কংগ্রেসে৷
advertisement
রবিবার মধ্যরাতে কমলনাথ জানান, 'রাজ্যপাল আমায় বলেছেন, সোমবার সকালে তিনি স্পিকারের সঙ্গে কথা বলবেন৷' তা হলে কি সোমবার আস্থাভোট হবে? কমলনাথ জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন স্পিকার৷
ওদিকে আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে গুরগাঁওয়ে আইটিসি-র বিলাসবহুল হোটেলে বিধায়কদের রেখেছিল বিজেপি৷ তাঁদের রবিবার রাতেই ভোপালে নিয়ে চলেছে এসেছে বিজেপি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 16, 2020 8:21 AM IST