বন্যা বিপর্যস্ত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী মোদি
Last Updated:
একটানা বৃষ্টিতে এখন বিপর্যস্ত গোটা তামিলনাড়ু ৷ বৃহস্পতিবার বন্যা বিপর্যস্ত এলাকার পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আকাশপথেই জলমগ্ন এলাকার পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি একই দিনে দুর্গত এলাকার পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী জয়ললিতাও ৷ এদিন সকালে মুখ্যমন্ত্রী বন্যা কবলিত কাঞ্চিপুরম ও থিরুভাল্লুর এলাকার পরিদর্শন করেন ৷
#চেন্নাই: একটানা বৃষ্টিতে এখন বিপর্যস্ত গোটা তামিলনাড়ু ৷ বৃহস্পতিবার বন্যা বিপর্যস্ত এলাকার পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আকাশপথেই জলমগ্ন এলাকার পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি একই দিনে দুর্গত এলাকার পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী জয়ললিতাও ৷ এদিন সকালে মুখ্যমন্ত্রী বন্যা কবলিত কাঞ্চিপুরম ও থিরুভাল্লুর এলাকার পরিদর্শন করেন ৷
গোটা তামিলনাড়ুতে বন্যায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৬৯ জন ৷ নিখোঁজ বহু মানুষ ৷ ইতিমধ্যেই চেন্নাই-সহ তামিলনাড়ুর বিভিন্ন অঞ্চলে উদ্ধার কাজ শুরু করেছে সেনাবাহিনী ৷ NDRF ও সেনাবাহিনী একজোট হয়ে এখনও পর্যন্ত উদ্ধার করেছে কয়েক হাজার মানুষকে ৷ বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজ এবং অফিস ৷ দুর্যোগের প্রভাব পড়েছে শিল্প, বাণিজ্য ও কৃষিক্ষেত্রেও ৷ রেল লাইনে ও বিমানবন্দরে জল জমে থাকার কারণে বন্ধ রাখা হয়েছে ট্রেন ও বিমান চলাচল ৷ বাতিল করা হয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান ও দূরপাল্লার ট্রেন ৷
advertisement
আগামী এক সপ্তাহ একটানা বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ হওযায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে হাওয়া অফিস ৷ গত একশো বছরে তামিলনাড়ু এমন প্রবল বৃষ্টির সম্মুখীন হয়নি বলে এদিন জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷ ডিসেম্বরের ৩ ও ৪ তারিখ সমস্ত বেসরকারি সংস্থাগুলি-কেও বন্ধ রাখার আদেশ দিয়েছে রাজ্য সরকার ৷ ভয়াবহ এই বন্যায় ঘর ছাড়া হয়েছে হাজার হাজার মানুষ ৷ দুর্গতদের উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ৷ এছাড়াও সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী জয়ললিতা ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 03, 2015 2:10 PM IST