Mission Paani: জল সংরক্ষণ নিয়ে গা ছাড়া মনোভাব আর নয়, সতর্ক করলেন বেঙ্কাইয়া নাইডু

Last Updated:

News 18-এর উদ্যোগে আয়োজিত জল প্রতিজ্ঞা অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হল করোনা অতিমারির সময় জল সংরক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা উপরে জোর দেওয়া৷

#নয়াদিল্লি: জল সংরক্ষণকেই সবথেকে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত যুব সমাজের৷ এমনই মত প্রকাশ করলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু৷ তাঁর মতে, জল সংরক্ষণ নিয়ে গাছাড়া মনোভাব ত্যাগ করার সময় এসে গিয়েছে৷
News18 Harpic Mission Pani প্রচারের অংশ হিসেবে আয়োজিত জল প্রতিজ্ঞা অনুষ্ঠানে বেঙ্কাইয়া নাইডু বলেন, বিশ্বের ১৮ শতাংশ জনসংখ্যা ভারতেই রয়েছে৷ অথচ দেশে পুনর্নবীকরণযোগ্য জলের উৎস রয়েছে মাত্র ৪ শতাংশ৷ জলবায়ু পরিবর্তনের ফলে দেশে জলসঙ্কটের বিপদ দেখা দিচ্ছে, তার থেকে বাঁচতে গেলে অবিলম্বে উদাসীন মনোভাব ত্যাগ করতে হবে বলেও পরামর্শ দেন তিনি৷
advertisement
News 18-এর উদ্যোগে আয়োজিত জল প্রতিজ্ঞা অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হল করোনা অতিমারির সময় জল সংরক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা উপরে জোর দেওয়া৷ ঘটনাচক্রে এ দিনই ছিল ওয়ার্ল্ড টয়লেট ডে৷ দেশের যুব সমাজের নেতৃত্বে জল সংরক্ষণের জন্য গণ আন্দোলন গড়ে তোলার ডাক দেন বেঙ্কাইয়া নাইডু৷ প্রতিটি নতুন বাড়িতে বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা বাধ্যতামূলক করার পরামর্শ দেন তিনি৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mission Paani: জল সংরক্ষণ নিয়ে গা ছাড়া মনোভাব আর নয়, সতর্ক করলেন বেঙ্কাইয়া নাইডু
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement