Live: শাহিনবাগের আন্দোলন কি সরবে? চেষ্টায় সুপ্রিম কোর্টের মধ্যস্থতাকারীরা
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
শাহিনবাগে মধ্যস্থতাকারী হিসেবে সুপ্রিম কোর্ট বরিষ্ঠ আইনজীবী সঞ্জয় হেগড়ে ও সাধনা রামচন্দ্রনকে নিযুক্ত করেছে৷ তাঁরা শাহিনবাগে গিয়ে আন্দোলকারীদের অন্যত্র সরানোর জন্য সুপ্রিম কোর্টের রায় পড়ে শুনিয়েছেন৷
#নয়াদিল্লি: দীর্ঘ দিন ধরে চলা শাহিনবাগের বিক্ষোভ অবস্থান কি এ বার উঠে যাবে? সিএএ-এনআরসি-এনপিআর বিরুদ্ধে ডিসেম্বর থেকে দিল্লির শাহিনবাগে শান্তিপূর্ণ আন্দোলন চালাচ্ছে সব ধর্মের মানুষ৷ বিশেষ করে মহিলারা৷ সুপ্রিম কোর্টের নিযুক্ত দুই মধ্যস্থতাকারী শাহিনবাগের আন্দোলকারীদের সঙ্গে কথা বলে আন্দোলন অন্যত্র সরানোর চেষ্টা করছেন৷
শাহিনবাগে মধ্যস্থতাকারী হিসেবে সুপ্রিম কোর্ট বরিষ্ঠ আইনজীবী সঞ্জয় হেগড়ে ও সাধনা রামচন্দ্রনকে নিযুক্ত করেছে৷ তাঁরা শাহিনবাগে গিয়ে আন্দোলকারীদের অন্যত্র সরানোর জন্য সুপ্রিম কোর্টের রায় পড়ে শুনিয়েছেন৷
সিএএ-র বিরুদ্ধে কয়েক হাজার মানুষ শাহিনবাগে শান্তিপূর্ণ ভাবে অবস্থান বিক্ষোভ করছেন৷ বুধবার মধ্যস্থতার আলোচনার আগে সুপ্রিম কোর্টের রায় পড়ে শোনান আন্দোলনকারীদের৷ তবে সংবাদমাধ্যমের সামনেই মধ্যস্থতা হবে কি না, তা নিয়ে চলছে আলোচনা৷
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 19, 2020 4:00 PM IST