MEA: ভিসা নিয়ে কড়া সুর ট্রাম্পের, কী হবে আমেরিকায় পড়তে চাওয়া ভারতীয় ছাত্রছাত্রীদের? বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের

Last Updated:

MEA: আমেরিকায় গিয়ে পড়াশোনা করার জন‍্য পড়ুয়াদের ভিসা নীতি প্রসঙ্গে নিজেদের অবস্থান জানাল বিদেশ মন্ত্রক।

ভিসা নিয়ে কড়া সুর ট্রাম্পের, কী হবে আমেরিকায় পড়তে চাওয়া ভারতীয় ছাত্রছাত্রীদের? বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের
ভিসা নিয়ে কড়া সুর ট্রাম্পের, কী হবে আমেরিকায় পড়তে চাওয়া ভারতীয় ছাত্রছাত্রীদের? বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের
নয়াদিল্লি: ক্ষমতায় আসার পর থেকেই ভিসা নিয়ে কড়া সুর ট্রাম্প প্রশাসনের। হঠাত্‍ করেই বিদেশী কিছু পড়ুয়ার ভিসা বাতিল করে ট্রাম্প সরকার। ভারত থেকে যে সমস্ত পড়ুয়া আমেরিকায় গিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক তাদের ভবিষত্‍ কী হবে? এবার আমেরিকায় গিয়ে পড়াশোনা করার জন‍্য পড়ুয়াদের ভিসা নীতি প্রসঙ্গে নিজেদের অবস্থান জানাল বিদেশ মন্ত্রক।
এদিন বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানান হয়, ‘‘ভিসা দেওয়া যেকোনও সর্বভৌম দেশের নিজস্ব বিষয়। তবে আমরা আশা করব, ভারতের কোনও যোগ্য ছাত্র-ছাত্রী ভিসার জন্য যেন আমেরিকায় পড়াশোনা থেকে বঞ্চিত না হয়।’’
advertisement
advertisement
প্রসঙ্গত, কিছুদিন আগেই ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এবার থেকে বিদেশি পড়ুয়ারা নিজেদের ক্লাসে কামাই করলে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে না জানিয়ে পাঠক্রমে আর অংশ না নিলে তার পরিণতি হবে মারাত্মক৷ এই ধরনের অভিযোগ পেলে তৎক্ষণাৎ ভিসা বাতিল অথবা ভবিষ্যতে আমেরিকার ভিসা পাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির মতো কঠোর পদক্ষেপও করা হতে পারে৷
advertisement
ট্রাম্প প্রশাসনের এই নতুন সতর্কবার্তা বিদেশি পড়ুয়াদের উদ্বেগ বাড়াতে বাধ্য৷ কারণ বিদেশি প্রত্যর্পণ নিয়ে ট্রাম্প প্রশাসনের কড়াকড়ির জেরে আমেরিকার অনেক শিক্ষা প্রতিষ্ঠানই ভিসা বাতিলের আশঙ্কায় বিদেশি পড়ুয়াদের মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
MEA: ভিসা নিয়ে কড়া সুর ট্রাম্পের, কী হবে আমেরিকায় পড়তে চাওয়া ভারতীয় ছাত্রছাত্রীদের? বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement