Naxal Attack: গ্রেনেড লঞ্চার, LMG, দেশি রকেট নিয়ে হামলা মাওবাদীদের, ২২ জওয়ানের দেহ উদ্ধার

Last Updated:

রোববার সকালে কুড়ি জন জওয়ানের দেহ উদ্ধার হয়েছে। শনিবার উদ্ধার হয়েছিল দুজন জওয়ানের মৃতদেহ।

#ছত্তিশগঢ়: লাইট মেশিনগান থেকে শুরু করে আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার, একের পর এক অত্যাধুনিক অস্ত্র নিয়ে ছত্তিশগঢ়ের বিজপুরে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছিল প্রায় ৭০০ মাওবাদী। বাহিনীর উপর হামলা হতে পারে এমন আন্দাজ আগেই করেছিলেন সিআরপিএফ আধিকারিকরা। তাই বিজপুর-সুকমা জেলার সীমান্তের ওই পাহাড়ি অঞ্চলে প্রায় দুহাজার জওয়ান নামানো হয়েছিল। খবর ছিল জোনাগুরার ওই এলাকায় মাওবাদী দলের পাণ্ডারা রয়েছে। শুক্রবার গভীর রাতে ওই এলাকায় হামলা চালিয়েছিল সিআরপিএফ, এসটিএফ, পুলিশের যৌথ বাহিনী। কিন্তু জওয়ানরা আন্দাজ করতে পারেননি, মাওবাদীরা আগে থেকেই তাঁদের জন্য ফাঁদ পেতে রেখেছিল। বাহিনী ওই এলাকায় ঢুকতেই তিন দিক থেকে তাঁদের ঘিরে এলএমজি, দেশি রকেট ও গ্রেনেড হামলা চালাতে থাকে তারা।
সিআরপিএফের তরফে জানানো হয়েছে, মূলত এলএমজি নিয়ে হামলার জেরে বহু জওয়ান হতাহত হয়েছেন। সিআরপিএফ-এর ডিজি কুলদীপ সিং জানিয়েছেন, মাওবাদীরা বিভিন্ন এলাকায় আগে থেকেই এলএমজি লুকিয়ে রেখেছিল। ওইসব পজিশন থেকেই তারা বাহিনীর উপর এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। সঙ্গে গ্রেনেড ও দেশি রকেট দিয়ে হামলা চলে। তবে জওয়ানরা সাহসিকতার সঙ্গে লড়াই করেছিলেন। নকশালরা তাদের আহত সঙ্গী ও মৃতদের ট্রাক্টরে করে নিয়ে যাচ্ছিল বলেও জানিয়েছেন তিনি। সিআরপিএফের আরেক কর্তার অবশ্য দাবি, গ্রামের দিক থেকেই মূলত এলএমজি নিয়ে হামলা চালিয়েছিল মাওবাদীরা। সব থেকে বেশি হতাহত হয়েছে কোবরা বাহিনীর জওয়ানরা। কবে এসটিএফ-এরও প্রায় আটজন জওয়ান গুরুতর আহত হয়েছেন। এই হামলার ষড়যন্ত্র করেছিল অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানার মাওবাদী নেতারাও। বাহিনীর তরফে এমনও জানানো হয়েছে।
advertisement
সিআরপিএফের তরফে জানানো হয়েছে, এই হামলা ছিল পূর্বপরিকল্পিত। রোববার সকালে কুড়ি জন জওয়ানের দেহ উদ্ধার হয়েছে। শনিবার উদ্ধার হয়েছিল দুজন জওয়ানের মৃতদেহ। হামলায় ৭০০-র বেশি মাওবাদী জড়িত ছিল বলে আন্দাজ করছে বাহিনী। ওই এলাকায় মাওবাদীদের ব্যাটেলিয়ান সামলায় সুজাতা নামের একজন মহিলা। বাহিনীর গুলিতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিআরপিএফ। ছত্তিশগড়ের এই ঘটনার জেরে অসমে নির্বাচনী প্রচারের জন্য সফর কাঁটছাট করেছেন অমিত শাহ। নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী সিআরপিএফ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ইতিমধ্যে প্রতিরক্ষামন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন তাঁরা। অন্যদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই ঘটনার তদন্তের দাবি করেছেন। তিনি জানিয়েছেন, নিখোঁজ জওয়ানদের খুঁজে বের করতে সবরকম চেষ্টা করতে হবে। প্রিয়াঙ্কা গান্ধী ভদরাও এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Naxal Attack: গ্রেনেড লঞ্চার, LMG, দেশি রকেট নিয়ে হামলা মাওবাদীদের, ২২ জওয়ানের দেহ উদ্ধার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement