Chattisgarh Maoist Encounter: মাথার দাম ছিল ২৫ লক্ষ, গুলি লড়াইয়ে মৃত মাওবাদী কম্যান্ডার জগদীশ! দশ দিনে নিকেশ ৪৯ নকশাল

Last Updated:
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
মাথার দাম ছিল ২৫ লক্ষ৷ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছত্তীসগড়ের জঙ্গলে মৃত্যু হল মাওবাদী কম্যান্ডার জগদীশ ওরফে বুধরার৷ একা ওই মাওবাদী কম্যান্ডার নয়, শনিবার ছত্তীসগড়ের সুকমার জঙ্গলে মোট ১৭ জন মাওবাদীকে নিকেশ করেছে নিরাপত্তাবাহিনী৷
২০১৩ সালে ছত্তীগড়েই মাওবাদী হামলায় একসঙ্গে মৃত্যু হয় ২৫ জনের৷ মারা যান ছত্তীসগড়ের তৎকালীন কংগ্রেসের প্রধান সহ অন্যান্য নেতারা৷ ওই হামলার জগদীশের নেতৃত্বেই হামলা চালিয়েছিল মাওবাদীরা৷
শনিবার ডিআরজি এবং সিআরপিএফ-এর যৌথ বাহিনীকে নিয়ে গঠিত নিরাপত্তাবাহিনী সুকমার কেরলাপাল এলাকার জঙ্গলে গোপন সূত্রে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালায়৷ দু পক্ষে তুমুল গুলির লড়াই শুরু হয়৷
advertisement
advertisement
শেষ পর্যন্ত জঙ্গলের ভিতর থেকে জগদীশ সহ মোট ১৭ জন মাওবাদীদের দেহ উদ্ধার হয়৷ ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের দুই সদস্যও গুলিবিদ্ধ হন৷ যদিও তাঁদের আঘাত গুরুতর নয় বলেই জানানো হয়েছে৷ ঘটনাস্থল থেকে এককে ৪৭, ইনসাস সহ অত্যাধুনিক বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছেন নিরাপত্তাবাহিনীর জওয়ানরা৷
জানা গিয়েছে এই হামলায় নিহত মাওবাদী কম্যান্ডার জগদীশ ওরফে বুধরা দারভা ডিভিশনের দায়িত্বে ছিলেন৷ ২০২৩ সালে ছত্তীসগড়ের অরনপুরে মাওবাদী হামলায় বহু ডিআরজি জওয়ানের মৃত্যু হয়৷ সেই ঘটনাতেও যুক্ত ছিলেন জগদীশ৷
advertisement
গত বেশ কয়েক বছর ধরেই নিরাপত্তাবাহিনীর নজরে ছিলেন জগদীশ৷ তার মৃত্যু ওই অঞ্চলে মাওবাদী দমন অভিযানে নিরাপত্তাবাহিনীর বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে৷ এই নিয়ে গত ২০ মার্চ থেকে মোট ৪৯ জন মাওবাদীকে নিকেশ করল নিরাপত্তাবাহিনী৷
বাংলা খবর/ খবর/দেশ/
Chattisgarh Maoist Encounter: মাথার দাম ছিল ২৫ লক্ষ, গুলি লড়াইয়ে মৃত মাওবাদী কম্যান্ডার জগদীশ! দশ দিনে নিকেশ ৪৯ নকশাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement