Chattisgarh Maoist Encounter: মাথার দাম ছিল ২৫ লক্ষ, গুলি লড়াইয়ে মৃত মাওবাদী কম্যান্ডার জগদীশ! দশ দিনে নিকেশ ৪৯ নকশাল

Last Updated:
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
মাথার দাম ছিল ২৫ লক্ষ৷ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছত্তীসগড়ের জঙ্গলে মৃত্যু হল মাওবাদী কম্যান্ডার জগদীশ ওরফে বুধরার৷ একা ওই মাওবাদী কম্যান্ডার নয়, শনিবার ছত্তীসগড়ের সুকমার জঙ্গলে মোট ১৭ জন মাওবাদীকে নিকেশ করেছে নিরাপত্তাবাহিনী৷
২০১৩ সালে ছত্তীগড়েই মাওবাদী হামলায় একসঙ্গে মৃত্যু হয় ২৫ জনের৷ মারা যান ছত্তীসগড়ের তৎকালীন কংগ্রেসের প্রধান সহ অন্যান্য নেতারা৷ ওই হামলার জগদীশের নেতৃত্বেই হামলা চালিয়েছিল মাওবাদীরা৷
শনিবার ডিআরজি এবং সিআরপিএফ-এর যৌথ বাহিনীকে নিয়ে গঠিত নিরাপত্তাবাহিনী সুকমার কেরলাপাল এলাকার জঙ্গলে গোপন সূত্রে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালায়৷ দু পক্ষে তুমুল গুলির লড়াই শুরু হয়৷
advertisement
advertisement
শেষ পর্যন্ত জঙ্গলের ভিতর থেকে জগদীশ সহ মোট ১৭ জন মাওবাদীদের দেহ উদ্ধার হয়৷ ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের দুই সদস্যও গুলিবিদ্ধ হন৷ যদিও তাঁদের আঘাত গুরুতর নয় বলেই জানানো হয়েছে৷ ঘটনাস্থল থেকে এককে ৪৭, ইনসাস সহ অত্যাধুনিক বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছেন নিরাপত্তাবাহিনীর জওয়ানরা৷
জানা গিয়েছে এই হামলায় নিহত মাওবাদী কম্যান্ডার জগদীশ ওরফে বুধরা দারভা ডিভিশনের দায়িত্বে ছিলেন৷ ২০২৩ সালে ছত্তীসগড়ের অরনপুরে মাওবাদী হামলায় বহু ডিআরজি জওয়ানের মৃত্যু হয়৷ সেই ঘটনাতেও যুক্ত ছিলেন জগদীশ৷
advertisement
গত বেশ কয়েক বছর ধরেই নিরাপত্তাবাহিনীর নজরে ছিলেন জগদীশ৷ তার মৃত্যু ওই অঞ্চলে মাওবাদী দমন অভিযানে নিরাপত্তাবাহিনীর বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে৷ এই নিয়ে গত ২০ মার্চ থেকে মোট ৪৯ জন মাওবাদীকে নিকেশ করল নিরাপত্তাবাহিনী৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Chattisgarh Maoist Encounter: মাথার দাম ছিল ২৫ লক্ষ, গুলি লড়াইয়ে মৃত মাওবাদী কম্যান্ডার জগদীশ! দশ দিনে নিকেশ ৪৯ নকশাল
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement