Mirabai Chanu : রুপোজয়ী মীরাবাঈ চানুকে পুলিশের উচ্চপদে চাকরি, ঘোষণা মণিপুরের মুখ্যমন্ত্রীর

Last Updated:

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সোমবার ঘোষণা করেছেন টোকিয়ো অলিম্পিক্সে রুপোজয়ী সইখোম মীরাবাঈ চানুকে (Mirabai Chanu) পুলিশ বিভাগের অ্যাডিশনাল সুপার (স্পোর্টস) পদে নিযুক্ত করা হবে ৷

ইম্ফল :  মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সোমবার ঘোষণা করেছেন টোকিয়ো অলিম্পিক্সে রুপোজয়ী সইখোম মীরাবাঈ চানুকে (Mirabai Chanu) পুলিশ বিভাগের অ্যাডিশনাল সুপার (স্পোর্টস) পদে নিযুক্ত করা হবে ৷ চানু বর্তমানে রেলওয়েজে কর্মরত ৷ বীরেন তাঁকে অনুরোধ করেছেন, রেলওয়েজ ছেড়ে মণিপুর পুলিশে যোগ দিতে ৷ মণিপুরের মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘আমি চানুকে অনুরোধ করেছি তাঁর বর্তমান চাকরিতে ইস্তফা দিতে ৷ পরবর্তী অলিম্পিকের জন্য তাঁর প্রস্তুতি নেওয়া প্রয়োজন ৷ কারণ সারা দেশ তাঁর কাছ থেকে স্বর্ণপদক আশা করছে ৷’’ এর আগেই মণিপুর সরকার ঘোষণা করেছে, মীরাবাঈ চানুকে ১ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে ৷
অলিম্পিক্সে ভারোত্তোলনে রুপোর পদক জয় করে টোকিয়ো থেকে সোমবার দিল্লি ফিরেছেন চানু ৷ মণিপুরে পৌঁছবেন মঙ্গলবার ৷ রাজ্য সরকারের তরফে ইম্ফলে তাঁকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে ৷ রাজ্যে বিশ্বমানের ভারোত্তোলন অ্যাকাডেমি গড়ার সিদ্ধান্তও নিয়েছে মণিপুর সরকার ৷
পাশাপাশি মুখ্যমন্ত্রী বীরেন আরও জানিয়েছেন, অলিম্পিয়ান জুডো খেলোয়াড় লিকমবম সুশীলা দেবীকে কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর পদে উন্নীত করা হবে ৷ ২০১৪ সালে কমনওয়েলথ গেমসে রুপো জেতেন সুশীলা ৷ তবে টোকিয়ো অলিম্পিকে হাঙ্গেরির প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়ে বাদ পড়েন ৷ মণিপুর থেকে টোকিয়ো অলিম্পিকে যোগ দেওয়া পাঁচজন খেলোয়াড়ের প্রত্যেককেই ২৫ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন বীরেন সিং ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mirabai Chanu : রুপোজয়ী মীরাবাঈ চানুকে পুলিশের উচ্চপদে চাকরি, ঘোষণা মণিপুরের মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement