এ বার তলোয়ার নিয়ে কৃষকদের উপর হামলা স্থানীয়দের, ৪৪ জনকে গ্রেফতার করল পুলিশ

Last Updated:

খোলা তলোয়ার হাতে পুলিশকে মারতে উদ্যত এক ব্যক্তির ছবি মুহূর্তে ছড়িয়ে পড়েছিল সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় । যার বিভৎসতা দেখে শিউরে উঠেছিল দেশ ।

#নয়াদিল্লি, সিংঘু সীমান্ত: শুক্রবার দুপুরের হামলার ঘটনায় এ বার গ্রেফতার করা হল ৪৪ জনকে । এরা প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান । দিল্লি-হরিয়ানার সিংঘু সীমান্ত গতকাল উত্তপ্ত হয়ে উঠেছিল স্থানীয়দের অতর্কিত আক্রমণে । তলোয়ার, লাঠি, পাথর নিয়ে হঠাৎই আন্দোলনরত কৃষকদের উপর চড়াও হয়েছিল এলাকার মানুষজন । ফলে মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় সিংঘু সীমান্ত । আন্দোলন ঠেকাতে নামে র‍্যাফ বাহিনী । ছুড়তে হয় কাঁদানে গ্যাস । তলোয়ারের আঘাতে জখম হন এক পুলিশকর্মী । গোটা এলাকা কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নেয় । খোলা তলোয়ার হাতে পুলিশকে মারতে উদ্যত এক ব্যক্তির ছবি মুহূর্তে ছড়িয়ে পড়েছিল সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় । যার বিভৎসতা দেখে শিউরে উঠেছিল দেশ । অভিযুক্ত ওই ব্যক্তিকেও গ্রেফতার করেছেন পুলিশ ।
গত দু’মাস যাবৎ দিল্লির বিভিন্ন সীমান্ত বিক্ষোভ দেখাচ্ছন কৃষকরা । কেন্দ্রের তিনটি কৃষি আইনের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচী । কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের পরিবর্তে যে ভাবে বারংবার হিংসার বহিঃপ্রকাশ ঘটছে এই আন্দোলনকে ঘিরে, তাতে বহু কৃষক সংগঠনই আজ এই আন্দোলন থেকে মুখ ঘুরিয়ে নিতে চাইছে । প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় হামলা, জাতীয় পতাকার অবমাননা, সরকারি সম্পত্তি ধ্বংসের ঘটনাগুলি অনেকেই মেনে নিতে পারছেন না । তার মধ্যেই কৃষকদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ছেন স্থানীয়রাও । প্রশাসনের কাছে বারবার তাঁরা দাবি জানাচ্ছেন, কৃষকদের সরিয়ে যেন রাস্তা ফাঁকা করা হয় । কারণ দিল্লির সঙ্গে সংযোগকারী বিভিন্ন রাস্তা বহুদিন ধরে কৃষকরা অবরুদ্ধ করে রেখেছেন ।
advertisement
এই চাপা রাগই স্ফুলিঙ্গ হয়ে বেরয় শুক্রবার দুপুরে । প্রায় ২০০ জনের স্থানীয়দের একটি দল হঠাৎই কৃষকদের উপর পাথরবৃষ্টি করতে থাকে । লাঠি আর তলোয়ার নিয়ে রাস্তায় নেমে পড়ে । নষ্ট করা হয় কষকদের তাঁবুগুলি । ভেঙে দেওয়া হয় ওয়াশিং মেশিন । পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী আসে । কিন্তু স্থানীয়দের পাথরের আঘাতে অনেকে জখম হন । দিল্লি পুলিশের অফিসার প্রদীপ পালিওয়াল গুরুতর আহত হন । এই ঘটনায় এখনও পর্যন্ত ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে ।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
এ বার তলোয়ার নিয়ে কৃষকদের উপর হামলা স্থানীয়দের, ৪৪ জনকে গ্রেফতার করল পুলিশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement