Mamata on Himant: ‘১২ লাখ মানুষকে বের করেছ,’ হিমন্তের বিশ্বশর্মাকে বিদেশি মন্তব্যে পাল্টা জবাব মমতার! বললেন...

Last Updated:

এদিন প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে হিমন্তের নাম না করে মমতা বলেন, ‘‘তুমি আগে নিজে ক্ষমতায় থাকবে কি না দেখো, অসম সরকার তুমি ১২, লক্ষ মানুষ কে বের করেছো তাঁরা অসমীয়া ভাষায় কথা বলতে পারে না তাই, ওড়িশাতে যখন বিদ্যুৎ এর সমস্যা হয় cyclone এর সময় তখন আমাদের ইঞ্জিনিয়ার এ গিয়ে কাজ করে? ওড়িশায় কত বাঙালি পর্যটক যান৷ জেনে রাখুন ওখানে বাঙালি অত্যাচার হচ্ছে।’’

News18
News18
কলকাতা:ফর্মে মাতৃভাষা বাংলা লিখলেই বুঝে যাবেন সে বিদেশি৷’ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার এহেন মন্তব্য তুমুল বিতর্কের জন্ম দিয়েছে রাজ্য তথা কেন্দ্রীয় রাজনীতিতে৷ ইতিমধ্যেই ওড়িশা সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষা বলা নিয়ে হেনস্থার শিকার হওয়ার অভিযোগ উঠছিল৷ তাতে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছিল পশ্চিমবঙ্গ৷ সেই বিক্ষোভের আগুন ঘিয়ের মতো কাজ করে হিমন্তের এই মন্তব্য৷ ‘বিজেপি বাংলা ভাষা এবং বাঙালি বিরোধী’ এই অভিযোগ করে প্রতিবাদ শুরু করে তৃণমূলবাঙালি হেনস্থার অভিযোগ তুলে বুধবার রাজপথেও নামেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতামন্ত্রীরা
advertisement
এদিন প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে হিমন্তের নাম না করে মমতা বলেন, ‘‘তুমি আগে নিজে ক্ষমতায় থাকবে কি না দেখো, অসম সরকার তুমি ১২, লক্ষ মানুষ কে বের করেছো তাঁরা অসমীয়া ভাষায় কথা বলতে পারে না তাই, ওড়িশাতে যখন বিদ্যুৎ এর সমস্যা হয় cyclone এর সময় তখন আমাদের ইঞ্জিনিয়ারগিয়ে কাজ করে? ওড়িশায় কত বাঙালি পর্যটক যান৷ জেনে রাখুন ওখানে বাঙালি অত্যাচার হচ্ছে।’’
advertisement
advertisement
প্রসঙ্গত, হিমন্তের মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়বাংলায় বিপাকে পড়েন বিজেপি নেতৃত্ব৷ অবশষে নিজের মন্তব্যকে ‘ব্যাখ্যা’ করতে বাধ্য হন হিমন্ত৷ বলেন, “অসম কয়েক দশক ধরে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াই করছে। তৃণমূল যেভাবে আমার মন্তব্য বিকৃত করে আমাকে বাংলা বিরোধী হিসাবে দেখানোর চেষ্টা করছে সেটা মুসলিম অনুপ্রবেশকারীদের আড়াল করার চেষ্টা ছাড়া কিছুই নয়। এই অনুপ্রবেশকারীদের উপস্থিতি দেশের জনসংখ্যার কাঠামোকে বদলে ফেলতে পারে।” হিমন্তর দাবি, অসমে বসবাসকারী বাংলাভাষী-সহ প্রত্যেক ভারতীয় তাঁর সরকারের অবস্থান বোঝেনবাংলাদেশি অনুপ্রবেশের বিরুদ্ধে অসম সরকারের অবস্থানকে তাঁরা সমর্থনও করেন।”
advertisement
তাঁর পাল্টা তৃণমূল কংগ্রেসের প্রশ্ন, অসমের নতুন এনআরসি তালিকায় ১২ লক্ষ কেন হিন্দু বাঙালি? বিজেপির বাংলা ও বাঙালিবিদ্বেষে অসমের একটা বড় ভোটব্যাঙ্ক হাতছাড়া হয়ে যাচ্ছে বুঝতে সারবত্তাহীন সাফাই গেয়েছেন হিমন্ত। তাঁর সেই সাফাই যে আর একটা জুমলা, তা প্রমাণিত অসমের নতুন এনআরসি তালিকায়। সেখানে যে ১৯ লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে তার মধ্যে ১২ লক্ষ হিন্দু বাঙালি। কেন ১২ লক্ষ হিন্দু বাঙালি এনআরসি তালিকায়, প্রশ্ন তৃণমূলের। অসমের ডিটেনশন ক্যাম্পে মৃত হিন্দু বাঙালির সংখ্যা নিয়েও তোলা হয়েছে প্রশ্ন। সম্প্রতি যেভাবে বিজেপি রাজ্যগুলিতে বাংলা বিরোধিতায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও পুশব্যাকের রাজনীতি শুরু হয়েছে তার থেকে এককাঠি এগিয়ে অসম।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata on Himant: ‘১২ লাখ মানুষকে বের করেছ,’ হিমন্তের বিশ্বশর্মাকে বিদেশি মন্তব্যে পাল্টা জবাব মমতার! বললেন...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement