Mahua Moitra: ৪ ডিসেম্বরই মহুয়া মৈত্রকে বহিষ্কার? তৃণমূল সাংসদকে নিয়ে উত্তাল হতে চলেছে সংসদ

Last Updated:

গত ৯ নভেম্বর মহুয়ার বিরুদ্ধে তৈরি করা রিপোর্টকে মান্যতা দেওয়া হয় এথিক্স কমিটির বৈঠকে৷ কমিটির ৬ সদস্য রিপোর্টের পক্ষে ভোট দেন৷

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ Photo- PTI
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ Photo- PTI
নয়াদিল্লি: আগামী ৪ ডিসেম্বরই সংসদ থেকে বহিষ্কৃত করা হবে মহুয়া মৈত্রকে? সেরকম সম্ভাবনাই প্রবল৷ ঘুষের বিনিময়ে প্রশ্ন কাণ্ডের তদন্তে লোকসভার এথিক্স কমিটি যে কষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে যে রিপোর্ট জমা দিয়েছে, তা আগামী ৪ ডিসেম্বর সংসদে পেশ হবে৷
এথিক্স কমিটির ওই রিপোর্টে ইতিমধ্যেই মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ করা হয়েছে৷ ফলে সংসদে সেই রিপোর্ট পেশ হলে সংখ্যাগরিষ্ঠতার জোরেই তা অনুমোদন পেয়ে যাওয়ার কথা৷ যদিও মহুয়ার বহিষ্কারের বিরোধিতা করে বিরোধী ইন্ডিয়া জোটের সাংসদদের ওয়াক আউট করার সম্ভাবনা রয়েছে৷
advertisement
advertisement
সংসদের শীতকালীন অধিবেশনের আলোচ্য বিষয়ের মধ্যে মহুয়ার বহিষ্কারের বিষয়টি রাখা হয়েছে৷ শুক্রবারই এই সংক্রান্ত নথিপত্রও লোকসভার সচিবালয়ের পক্ষ থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে৷ সংসদীয় প্যানেলের চেয়ারপার্সন বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকার মহুয়ার বহিষ্কারের সুপারিশ করে সেই প্রস্তাব সংসদে পেশ করবেন৷
সূত্রের খবর অনুযায়ী, মহুয়ার বহিষ্কারের সুপারিশ করে সরকারও একটি প্রস্তাব আনবে৷ সবমিলিয়ে মহুয়ার বহিষ্কারকে কেন্দ্র করে সংসদে তীব্র শোরগোল হওয়ার সম্ভাবনা রয়েছে৷ ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে মহুয়ার সঙ্গে যোগাযোগ করে তাঁর পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে বলেও খবর৷
advertisement
শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে সংসদে প্রশ্ন করার জন্য ঘুষ নেওয়ার অভিযৃোগ উঠেছিল কষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে৷ যদিও মহুয়া প্রথম থেকেই দাবি করে আসছেন, তিনি যেহেতু সংসদের ভিতরে বাইরে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে নানা ইস্যুতে সোচ্চার হন, তাই তাঁকে টার্গেট করে সাজানো চিত্রনাট্য তৈরি করা হয়েছে৷
গত ৯ নভেম্বর মহুয়ার বিরুদ্ধে তৈরি করা রিপোর্টকে মান্যতা দেওয়া হয় এথিক্স কমিটির বৈঠকে৷ কমিটির ৬ সদস্য রিপোর্টের পক্ষে ভোট দেন৷ ওই রিপোর্টেই মহুয়াকে দোষী সাব্যস্ত করে সংসদ থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছিল৷ রিপোর্টের সুপারিশ নিয়ে তীব্র আপত্তি জানান কংগ্রেস সহ বিরোধী দলের সাংসদরা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mahua Moitra: ৪ ডিসেম্বরই মহুয়া মৈত্রকে বহিষ্কার? তৃণমূল সাংসদকে নিয়ে উত্তাল হতে চলেছে সংসদ
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement