Mahua Moitra: ৪ ডিসেম্বরই মহুয়া মৈত্রকে বহিষ্কার? তৃণমূল সাংসদকে নিয়ে উত্তাল হতে চলেছে সংসদ

Last Updated:

গত ৯ নভেম্বর মহুয়ার বিরুদ্ধে তৈরি করা রিপোর্টকে মান্যতা দেওয়া হয় এথিক্স কমিটির বৈঠকে৷ কমিটির ৬ সদস্য রিপোর্টের পক্ষে ভোট দেন৷

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ Photo- PTI
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ Photo- PTI
নয়াদিল্লি: আগামী ৪ ডিসেম্বরই সংসদ থেকে বহিষ্কৃত করা হবে মহুয়া মৈত্রকে? সেরকম সম্ভাবনাই প্রবল৷ ঘুষের বিনিময়ে প্রশ্ন কাণ্ডের তদন্তে লোকসভার এথিক্স কমিটি যে কষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে যে রিপোর্ট জমা দিয়েছে, তা আগামী ৪ ডিসেম্বর সংসদে পেশ হবে৷
এথিক্স কমিটির ওই রিপোর্টে ইতিমধ্যেই মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ করা হয়েছে৷ ফলে সংসদে সেই রিপোর্ট পেশ হলে সংখ্যাগরিষ্ঠতার জোরেই তা অনুমোদন পেয়ে যাওয়ার কথা৷ যদিও মহুয়ার বহিষ্কারের বিরোধিতা করে বিরোধী ইন্ডিয়া জোটের সাংসদদের ওয়াক আউট করার সম্ভাবনা রয়েছে৷
advertisement
advertisement
সংসদের শীতকালীন অধিবেশনের আলোচ্য বিষয়ের মধ্যে মহুয়ার বহিষ্কারের বিষয়টি রাখা হয়েছে৷ শুক্রবারই এই সংক্রান্ত নথিপত্রও লোকসভার সচিবালয়ের পক্ষ থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে৷ সংসদীয় প্যানেলের চেয়ারপার্সন বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকার মহুয়ার বহিষ্কারের সুপারিশ করে সেই প্রস্তাব সংসদে পেশ করবেন৷
সূত্রের খবর অনুযায়ী, মহুয়ার বহিষ্কারের সুপারিশ করে সরকারও একটি প্রস্তাব আনবে৷ সবমিলিয়ে মহুয়ার বহিষ্কারকে কেন্দ্র করে সংসদে তীব্র শোরগোল হওয়ার সম্ভাবনা রয়েছে৷ ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে মহুয়ার সঙ্গে যোগাযোগ করে তাঁর পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে বলেও খবর৷
advertisement
শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে সংসদে প্রশ্ন করার জন্য ঘুষ নেওয়ার অভিযৃোগ উঠেছিল কষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে৷ যদিও মহুয়া প্রথম থেকেই দাবি করে আসছেন, তিনি যেহেতু সংসদের ভিতরে বাইরে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে নানা ইস্যুতে সোচ্চার হন, তাই তাঁকে টার্গেট করে সাজানো চিত্রনাট্য তৈরি করা হয়েছে৷
গত ৯ নভেম্বর মহুয়ার বিরুদ্ধে তৈরি করা রিপোর্টকে মান্যতা দেওয়া হয় এথিক্স কমিটির বৈঠকে৷ কমিটির ৬ সদস্য রিপোর্টের পক্ষে ভোট দেন৷ ওই রিপোর্টেই মহুয়াকে দোষী সাব্যস্ত করে সংসদ থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছিল৷ রিপোর্টের সুপারিশ নিয়ে তীব্র আপত্তি জানান কংগ্রেস সহ বিরোধী দলের সাংসদরা৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mahua Moitra: ৪ ডিসেম্বরই মহুয়া মৈত্রকে বহিষ্কার? তৃণমূল সাংসদকে নিয়ে উত্তাল হতে চলেছে সংসদ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement