Lockdown| মদ কিনতে কিলোমিটার লম্বা লাইনে ঠেলাঠেলি-পুলিশের লাঠিচার্জ, দেখুন ভিডিও

Last Updated:

কেন্দ্রের গাইডলাইন অনুযায়ী, মদের দোকানে ৫ জনের বেশি ক্রেতা লাইন দিতে পারবেন না৷ ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে৷ ৫টি সার্কেল এঁকে দেওয়া হবে মদের দোকানের সামনে৷ সেখানেই দাঁড়াতে হবে৷

#অমরাবতী: লকডাউনের জেরে গত দেড় মাস ধরে দেশজুড়ে বন্ধ মদের দোকান৷ মদ না-পেয়ে আত্মহত্যার ঘটনা নিতান্ত কম নয়৷ অন্ধ্রপ্রদেশ-সহ দক্ষিণের রাজ্যগুলিতে একের পর এক আত্মহত্যার ঘটনা ঘটেছে৷ কেন্দ্রের গাইডলাইন মেনে আজ অর্থাত্‍ সোমবার মদের দোকান খুলতেই মদ কেনার জন্য কার্যত হুড়োহুড়ি পড়ল অন্ধ্রপ্রদেশে ৷ কেন্দ্রের নিয়ম অনুযায়ী, সকাল ১১টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত মদের দোকান খোলা যাবে৷ ২৫ শতাংশ দামও বাড়ানো হয়েছে মদের, যাতে কম সংখ্যক মানুষ কেনেন৷
advertisement
কিন্তু অন্ধ্রপ্রদেশের বিভিন্ন শহরে ও মফঃস্বলে প্রায় ভোরবেলা থেকে লাইন পড়ল মদের দোকানে৷ সোশ্যাল মিডিয়ায় সেই সব ভিডিও ভাইরাল৷ এক একটি লাইন প্রায় ১ কিলোমিটারের বেশি৷ যার নির্যাস, সামাজিক দূরত্ব, করোনা, মহামারি সব ভুলে হুড়মুড়িয়ে মদ কেনার ভিড় সামলাতে পুলিশকে লাঠিচার্জ করতে হল৷
advertisement
কেন্দ্রের গাইডলাইন অনুযায়ী, মদের দোকানে ৫ জনের বেশি ক্রেতা লাইন দিতে পারবেন না৷ ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে৷ ৫টি সার্কেল এঁকে দেওয়া হবে মদের দোকানের সামনে৷ সেখানেই দাঁড়াতে হবে৷ কিন্তু বাস্তবে দেখা গেল, মদ কেনার দীর্ঘ লাইনে এ ওর গায়ে পড়ছে৷ পুলিশের লাঠি৷ চলছে বিস্তর ঠেলাঠেলি৷ মারপিট৷
লাঠি চার্জ করেও সেই ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ৷ অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা, গুন্টুর, বিশাখাপত্তনম, চিত্তোর, অনন্তপুর-সহ বিভিন্ন জেলায় একই পরিস্থিতি৷ মদের দোকানের এই ভিড় দেশে করোনা সংক্রমণের আশঙ্কাই বাড়াচ্ছে৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
Lockdown| মদ কিনতে কিলোমিটার লম্বা লাইনে ঠেলাঠেলি-পুলিশের লাঠিচার্জ, দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement